কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২

326
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাক বংশোদ্ভূত দুই স্পেনীয় বোনকে খুন করা হল। এটি পরিবারের সম্মান রক্ষায় খুন বলে জানা গিয়েছে। সিন্ধু প্রদেশেও চৌহান ও পানওয়ার গোষ্ঠীর মধ্যে বিবাহজনিত একটি ঘটনার সূত্রে হিংসার বলি হল ৪ বছরের একটি শিশুও। প্রসঙ্গত পাক মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর গডে অন্তত ১১৭০টি সম্মান রক্ষায় খুনের ঘটনা ঘটে পাকিস্তানে।
  • প্যারিসের ল্যুভর সংগ্রহশালায় বিশ্ববিখ্যাত মোনালিসা ছবিটির দিকে কেক ছুডে মারলেন এক ব্যক্তি। পরে জানা যায় ৩৬ বছরের এক পরিবেশ কর্মী বৃদ্ধার ছদ্মবেশে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছেন। তবে বুলেট প্রুফ কাচে ঢাকা থাকায় ছবিটির কোনো ক্ষতি হয়নি।

 

জাতীয়
  • গত আগস্টে তালিবান আফগানিস্তান দখল করার পর সেখানে ভারত বিরোধী ১১টি জঙ্গি শিবির গড়ে উঠেছে। এই মর্মে রিপোর্ট পেশ হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে।
  •  ৯ বছর ধরে মামলা চলার পর অসমের একটা ক্যাথলিক স্কুলে একটি মুসলিম ছাত্রীকে দশম শ্রেণি পর্যন্ত হিজাব পরে ক্লাস করার অনুমতি দিল গৌহাটি হাইকোর্ট।

 

খেলা
  • প্রয়াত ক্রিকেটার গোপাল বসুর নামে ফার্স্ট ডে কভার প্রকাশ করার সিদ্ধান্ত জানাল ভারতীয় ডাক বিভাগ।
  • রিয়াল মাদ্রিদের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন লিগ জেতার পরই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানালেন মার্সেলো। ২০০৭ সাল থেকে রিয়ালের হয়ে ৬টি লা লিগা ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগ সহ ২৫টি ট্রফি জিতেছেন তিনি। ৩৪ বছর বয়সি ব্রাজিলীয় লেফট ব্যাককে ক্লাবই অবশ্য আর রাখতে চায়নি।

 

বিবিধ
  • ইউপিএসসি ২০২১ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৬৮৫ জন। তাঁদের মধ্যে প্রথম ৪ জনই মহিলা। দিল্লির শ্রুতি শর্মা ও কলকাতার অঙ্কিতা আগরওয়াল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছেন।