কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মে ২০২২

365
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • দুবাইয়ে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করলেন ইজরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী ওর্না বারবিভাই এবং সংযুক্ত আরব আমিরশাহির অর্থমন্ত্রী আবদুল্লা বিন তোক আল-মারি। এই প্রথম আরবের কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করল ইজরায়েল।
  • যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে রাশিয়ার ২ জন সেনাকে ১১ বছরেরও বেশি কারাদণ্ড দিল ইউক্রেনের একটি আদালত। গত সপ্তাহে যুদ্ধাপরাধের প্রথম মামলায় এক রুশ ট্যাঙ্ক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইউক্রেনের একটি আদালত।

 

জাতীয়
  • দিল্লিতে সিন্ধু জল কমিশনের ১১৮তম বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা সৌহার্দপূর্ণভাবে আলোচনায় অংশ নিলেন। ১৯৬০ সালে সিন্ধু জল চুক্তি সই করেছিল দুই দেশ।
  • কাশ্মীর উপত্যকার কুলগাম গোপালপোরা অঞ্চলে স্কুলে ঢুকে রজনীবালা (৩৬) নামের এক শিক্ষিকাকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। কাশ্মীরে গত এক মাসে এই নিয়ে ৭ জন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মানুষ প্রাণ হারালেন আততায়ীদের গুলিতে।
  • জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার্স পার্টির প্রতিষ্ঠাতা ভীম সিং প্রয়াত হলেন।

 

খেলা
  •  ফরাসি ওপেনের পুরুষদের ডাবলস সেমিফাইনালে উঠল রোহন বোপান্না-ম্যাটউই-মিডলকুপ জুটি।
  • এশিয়া কাপ হকিতে ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচ (৪-৪) ড্র হল। গোল পার্থক্যে ফাইনালে যাওয়ার সুযোগ হারাল ভারত।

 

বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার দাঁডিয়েছে ৮.৭ শতাংশ। তার আগের তিনটি অর্থবর্ষে তা ছিল যথাক্রমে ৬.৫, ৩.৭ এবং (-) ৬,৬ শতাংশ।
  • কললকাতায় অনুষ্ঠান করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় সংগীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ (৫৩)।

 

৩০ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন