কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মে ২০২২

schedule
2022-06-03 | 07:00h
update
2022-06-03 | 07:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • দুবাইয়ে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করলেন ইজরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী ওর্না বারবিভাই এবং সংযুক্ত আরব আমিরশাহির অর্থমন্ত্রী আবদুল্লা বিন তোক আল-মারি। এই প্রথম আরবের কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করল ইজরায়েল।
  • যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে রাশিয়ার ২ জন সেনাকে ১১ বছরেরও বেশি কারাদণ্ড দিল ইউক্রেনের একটি আদালত। গত সপ্তাহে যুদ্ধাপরাধের প্রথম মামলায় এক রুশ ট্যাঙ্ক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইউক্রেনের একটি আদালত।
Advertisement

 

জাতীয়
  • দিল্লিতে সিন্ধু জল কমিশনের ১১৮তম বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা সৌহার্দপূর্ণভাবে আলোচনায় অংশ নিলেন। ১৯৬০ সালে সিন্ধু জল চুক্তি সই করেছিল দুই দেশ।
  • কাশ্মীর উপত্যকার কুলগাম গোপালপোরা অঞ্চলে স্কুলে ঢুকে রজনীবালা (৩৬) নামের এক শিক্ষিকাকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। কাশ্মীরে গত এক মাসে এই নিয়ে ৭ জন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মানুষ প্রাণ হারালেন আততায়ীদের গুলিতে।
  • জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার্স পার্টির প্রতিষ্ঠাতা ভীম সিং প্রয়াত হলেন।

 

খেলা
  •  ফরাসি ওপেনের পুরুষদের ডাবলস সেমিফাইনালে উঠল রোহন বোপান্না-ম্যাটউই-মিডলকুপ জুটি।
  • এশিয়া কাপ হকিতে ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচ (৪-৪) ড্র হল। গোল পার্থক্যে ফাইনালে যাওয়ার সুযোগ হারাল ভারত।

 

বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার দাঁডিয়েছে ৮.৭ শতাংশ। তার আগের তিনটি অর্থবর্ষে তা ছিল যথাক্রমে ৬.৫, ৩.৭ এবং (-) ৬,৬ শতাংশ।
  • কললকাতায় অনুষ্ঠান করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় সংগীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ (৫৩)।

 

৩০ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 04:24:19
Privacy-Data & cookie usage: