কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২

499
0
daily current affairs

আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যান্টনি অ্যালবানিজ। মন্ত্রিসভার ২৩ জন সদস্যের মধ্যে ১০ জন মহিলা। যা একটি নতুন রেকর্ড অস্ট্রেলিয়ায়।
  • পূর্ব ইউক্রেনের অন্তত ৪৬টি অসামরিক স্থানে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করল ইউক্রেন। এদিকে ইউক্রেনের মাটিতে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনে রকেট পাঠানোর প্রস্তাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতীয়
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সনিয়া  গান্ধি এবং দলের শীর্ষ নেতা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য, ডেকে পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
  • কাশ্মীর উপত্যকায় সংখ্যালঘু হিন্দু সরকারি কর্মচারীদের নিরাপদ স্থানে পুনর্বাসনের সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ২০১০-১১ থেকে ১০১৫-১৬ সালের মধ্যে ৫৬টি ভুয়ো সংস্থা খুলে ১৬ কোটির বেশি টাকা আত্মসাত করার অভিযোগ উঠল।

 

খেলা
  • ফিনালিমা ট্রফিতে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ইউরোপ ও লাতিন আমেরিকার সেরা দুই দলের লড়াইয়ে তারা ৩-০ গোলে পরাস্ত করল ইতালিকে। টানা ৩২ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা।
  • এশিয়া কাপ হকিতে জাপানকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত।
  • নোভাক জোকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনের শেষ চারে উঠলেন রাফায়েল নাদাল। এটি তাঁর ৩৭ তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। তার মধ্যে ১৫ বার ফরাসি ওপেনে।
বিবিধ
  • মে মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।
  • বক্সা সংরক্ষিত অরণ্যের এক কিলোমিটারের মধ্যে তৈরি হওয়া হোটেল রিসর্ট–রেস্তোরাঁ। ২ মাসের মধ্যে ভেঙে ফেলতে বলল ন্যাশনাল গ্রিন টাইবুনাল।