কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন ২০২২

350
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইউক্রেনে রুশ হানাদারির ১০০ দিন পূর্ণ হল। ২৪ ফেব্রুয়রি সেখানে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। এদিকে রুবলে লেনদেনে সম্মত না হওয়ায় ডেনমার্ককে গ্যাস, পাঠানো বন্ধ করল রাশিয়া। এর আগে তারা ফিনলান্ড, পোলান্ড, বুলগেরিয়ায় প্রাকৃতিক গ্যাস বন্ধ করেছিল।
  •  ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হল লন্ডনে। বাকিংহাম প্রাসাদ থেকে ৯৬ বছর বয়সী রানি প্রত্যক্ষ করলেন রয়্যাল এয়ার ফের্সের ফ্লাইপাস্ট।
জাতীয়
  • ভারতের বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান–ইরান বিষয়ক যুগ্মসচিব জেপি সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেলেন। ভারতের অর্থে জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখবেন তারা।
  • কাশ্মীরের কুলগামে ব্যাঙ্কে ঢুকে ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বদগামে জঙ্গিদের গুলিতে নিহত হলেন পরিযায়ী শ্রমিক দিলখুশ কুমার। গত এক মাসের মধ্যে কাশ্মীরে ৯ জন প্রাণ হারালেন ।
খেলা
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ব্রাজিল ৫-১ গোলে পরাস্ত করল দক্ষিণ কোরিয়াকে। জোড়া গোল করলেন নেইমার।
  • ইউক্রেনে হামলা বন্ধ করতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বার্তা পাঠালেন পেলে। এদিন বিশ্বকাপ প্লে-অফ সেমিফাইনালে ইউক্রেন ৩-১ গোলে হারাল স্কটল্যান্ডকে।
বিবিধ
  • মে মাসে দেশের রপ্তানি ১৫.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০৬২ কোটি ডলার।

১ জুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন