কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুন ২০২২

568
0
Current affairs 22nd February
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক

  • ইউক্রেনে আগ্রাসনের ১০০ দিনে রাশিয়া অন্তত ২০ শতাংশ জায়গা দখল করে নিয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
  • সাবেক পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চ লাইটের নামে একটি সম্প্রদায়কে নির্মূল করার চেষ্টা করেছিল পাকিস্তান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ তোললার জবাব এই কথা বললেন ভারতীয় মিশনের কাউন্সেলর কাজল ভট্ট।
জাতীয়
  • ২০১৬ সালের ৫ জুলাই লিলুয়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছিল আইএস জঙ্গি মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসাকে। রাজ্যের বিশেষ এ্রনআইএ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল।
  • ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন ৮৬.৬০ শতাংশ ছাত্রছাত্রী। প্রথম দশে রয়েছেন ১১৪ জন।
  • উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ১৩৩৪ হেক্টর জমিতে দেশের বৃহত্তম বিমান বন্দর গড়ার ভার পেল টাটা গোষ্ঠী।
খেলা
  • কাজাখস্তান ইউ ডব্লিউ কুস্তি প্রতিযোগিতায় ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী মালিক।
  • ফরাসি ওপেন মহিলাদের সিঙ্গলস ফাইনালে উঠলেন ইগা শিয়নটেক ও কোকো গফ।
বিবিধ
  • বিগত অর্থবর্ষে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ৮.১ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর আগের দুবছর তা ছিল ৮.৫০ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে ৮.১ শতাংশ সুদ বিগত ৪৪ বছরের মধ্যে সবথেকে কম।

 

২ জুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন