আন্তর্জাতিক
- মায়ানমারে সেনা প্রশাসনের বিরোধিতা করায় দেশের উত্তরাংশে কিন, আপার কিন ও কে তং গ্রামের বেশ কয়েকশো গৃহ ভেঙে দিল সেনা প্রশাসন।
- রাশিয়ার হামলায় ইউক্রেনের ডেনেতস্ক শহরে কয়েকশো বছরের পুরনো একটি গির্জা আগুনে ছাই হয়ে গেছে।
- কৃষ্ণসাগরে ইউক্রেনের একটি পণ্যবাহী বিমান গুলি করে নামাল রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
জাতীয়
- স্লোভাকিয়ায় অনুষ্ঠিত `গ্লোবসেক ২২’ সম্মেলনে অংশ নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে এক সাংবাদিক বৈঠকে তিনি মন্তব্য করলন, “ইউরোপকে এই মানসিকতা থেকে বেরোতে হবে যেখানে তাদের সমস্যাই গোটা বিশ্বের সমস্যা, কিন্তু গোটা বিশ্বের সমস্যার বোঝা তাদের নয়।’
- শ্রীনগর থেকে পণ্ডিত সম্প্রদায়ের ১৭৭ জন শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে দিল জম্মু প্রশাসন।
- ১১ রাজ্যের রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ৪১ জন প্রার্থী।
খেলা
- ফরাসি ওপেন মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক। কোকো গফকে ৬-১, ৬-৩, ফলে হারিয়ে দ্বিতীয়বার এই খেতাব জিতলেন তিনি। টানা ৩৫টি ম্যাচ জিতে তিনি স্পর্শ করলেন ভেনিস উইলিয়ামসের রেকর্ড। ২১ বছরের ইগা এ বছরে এই নিয়ে ষষ্ঠ ট্রফিটি জিতলেন।
- ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার ফুটবলার বার্লোস তেভেজ।
বিবিধ
- মিশ্র বুস্টার প্রতিষেধকে ছাড় দিল কেন্দ্র। ১৮ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা করোনা ঠেকাতে যদি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড টিকা নিয়ে থাকেন তাহলে তারা কোর্ভেভ্যাক্স এর টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন বলে জানাল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।