কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুন ২০২২

schedule
2022-06-08 | 06:23h
update
2022-06-08 | 06:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ডে একটি বেসরকারি কন্টেনার ডিপোয় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৪৯ জন। জখম হয়েছেন প্রায় ৫০০ জন। ডিপোটিতে কোনোভাবে আগুন লাগার পর হাইড্রোজেন পারঅক্সাইড বোঝাই ১২টি কন্টেনারে বিস্ফোরণ ঘটে। আড়াই বর্গ কিমি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • লংমার্চ ২ এফ রকেটে চড়ে ৭ ঘণ্টার পথ পাড়ি দিয়ে তিয়ানগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন চিনের ৩ জন মহাকাশচারী।
 জাতীয়
  • টেলিভিশনে একটি অনুষ্ঠানে হজরত মহম্মদ সম্বন্ধে নিন্দনীয় মন্তব্য করেছিলেন বিজেপি–র জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে. আরব দেশগুলিতে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইরান, কাতার, কুয়েত সরকার সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে।
Advertisement

 

খেলা
  • রাফায়েল নাদাল তাঁর নিজেরই অ্যাকাডেমির ছাত্র কাসপার রুদকে হারিয়ে (৬-৩, ৬-৩, ৬-৩) ফরাসি ওপেন এবং ২২ তম গ্র্যান্ড স্ল্যাম হলেন
  • লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ইংল্যান্ড। শতরান (১১৫) করলেন জো রুট। এটি তাঁর ২৬ তম টেস্ট শতরান। ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানও পূর্ণ করলেন তিনি। (প্রথম জন স্যার গ্যারি সোবার্স)।
  • উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে ১-০ গোলে পরাস্ত করল হাঙ্গেরি। ৬০ বছর পর তারা পরাস্ত করল ইংল্যান্ডকে।
বিবিধ
  • প্রথম ভারতীয় মহিলা হিসেবে নতুন রেকর্ড করলেন হিমাচলের ২৭ বছর বয়সী তরুণী বলজিত কৌর। মাত্র ৩০ দিনে তিনি ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ৫টি শৃঙ্গ জয় করলেন (অন্নপূর্ণা ৮০৯১ মিটার, কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মি.), এভারেস্ট (৮৮৪৮মি.) লোভসে (৮৫১৬মি) এবং মাকালু (৮৪৬৩ মিটার)।

 

৪ জুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 07:02:38
Privacy-Data & cookie usage: