কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

486
0
Current Affairs 18th May
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ব্রিটেনের শাসক দলল কনজারভেটিভ পার্টির কিছু সাংসদের দাবিতে আস্থা ভোটের মুখে পড়তে হল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। শেষ পর্যন্ত ২১১-১৪৮  ভোটে জয়লাভ করলেন তিনি। পার্টিগেট কেলেঙ্কারিতে তাঁর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।
  •  বাংলাদেশে চট্টগ্রামের কন্টেনার কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার পর মানবিকতার অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা গেল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে এলেন শত শত তরুণ। আহতদের হাসপাতালে পৌঁছে দিলেন স্বেচ্চাসেবকরা। আহতদের পরিবহনে কোনো ভাড়া নিলেন না অটো, টোটো চালকরা।
জাতীয়
  • বারাণসী ধারাবাহিক বিস্ফোরণ মামলায় মূল চক্রী ওয়ালিউল্লা খানকে মৃতুদণ্ড দিল গাজিয়াবাদ আদালত। ২০০৬ সালের ৭ মার্চ বারাণসীর সঙ্কট মোচন মন্দির ও রেল স্টেশনে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছিলেন।
  • তামিলনাড়ুর কুড্ডালোর জেলার গেরিলাল নদীতে চোরাবালিতে তলিয়ে প্রাণ হারালেন ৭ জন।
  • বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদাধিকার বলে মুখ্যমন্ত্রীই হবেন বলে সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা।
খেলা
  • একইদিনে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে গোল পেলেন৩ জন তারকা। এস্তোলিয়ার বিরুদ্ধে একই ৫ গোল করলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাপানের বিপক্ষে জয়সূচক গোল করলেন ব্রাজিলের নেইমার।
বিবিধ

 

  • তাপপ্রবাহ জ্বলছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ রাজস্থান। জাতীয় রাজধানী অঞ্চলের কয়েকটি জায়গায় সতর্কতা জারি করল মৌসম ভবন।

৫ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন