কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুলাই ২০২১

469
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি বাগরাম থেকে মার্কিন এবং ন্যাটোর সেনা প্রত্যাহার সম্পূর্ণ হল৷ ৯/১১ হামলার পর প্রায় দুদশক মার্কিন সেনা ছাড়াও জার্মানি, ইতালি, ব্রিটেন,, তুরস্কের দশ হাজার সেনা ছিল আফগানিস্তানে৷ ইতিমধ্যেই অধিকাংশ সেনা ফিরে গিয়েছে৷ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হওয়ার কথা৷
  • চিন তাদের দেশে উত্তর পশ্চিমের গানসু প্রদেশের মরুভূমি অঞ্চলে গোপনে মাটির নীচে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র মজুত করার “সিলো” বানিয়েছে বলে দাবি করলেন দুই মার্কিন সমর বিশেষজ্ঞ জেফ্রি লিউয়িস ও ডেকার ইভলেথ৷ মাত্র চারমাসের মধ্যে এগুলি নির্মিত হয়েছে বলে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দাবি জানালেন তাঁরা৷

 

জাতীয়
  • দেশে করোনা সংক্রমণে মোট প্রাণহানি ৪ লক্ষ অতিক্রম করে গেল (৪০০৩১২)৷ গত বছরের ৩ অক্টোবর মোট প্রাণহানি ১ লক্ষ জন হয়েছিল৷ গত ২৮ এপ্রিল ২ লক্ষ এবং ২৪ মে ৩ লক্ষের সীমা স্পর্শ করেছিল৷ মোট প্রাণহানির বিচারে বিশ্বে ভারতের ক্রম তৃতীয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬২০৬৪৫ জন ও ব্রাজিলে ৫২০১৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস৷ তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো ও পেরু৷ চিনের ক্রম ৯৮ তম৷

 

বিবিধ
  • দেশে সার্বিক স্কুল ছুটের হার ১৭.৩ শতাংশ৷ পশ্চিমবঙ্গে তা ১৩.৮ শতাংশ৷ দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রীদের থেকে ছাত্রদের স্কুলছুটের হার বেশি৷ প্রাথমিক স্তরে ছাত্র ও ছাত্রীদের স্কুলছুট ১.৭ এবং ১.২ শতাংশ, সেখানে মাধ্যমিক স্তরে তা যথাক্রমে ১৮.৩ এবং ১৬.৩ শতাংশ৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে৷
  • পশ্চিমবঙ্গের প্রত্যন্ত স্থানগুলির পেট্রোল পাম্পে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গেল৷

 

খেলা
  • ইউরো ২০২০ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইতালি ২-১ গোলে পরাস্ত করল বেলজিয়ামকে৷ এই নিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকল তারা৷ অন্য কোয়ার্টার ফাইনালে স্পেন-সুইজারল্যান্ড ম্যাচ ট্রাইবেকারে গড়াল৷ তাতে ৩-১ গোলে জয়ী হল স্পেন৷
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির ফুটবলার টনি ক্রুজ৷ ২০১৪ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি৷ জাতীয় দলে তাঁর অভিষেক হয়েছিল ২০১০ সালে৷ দেশের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন টনি৷ ১৭টি গোলও করেছেন৷