কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুন ২০২২

416
0
daily current affairs
Courtesy: The Guardian

আন্তর্জাতিক
  • দেশের বাইরে নিজেদের নৌঘাঁটি তৈরি করছে চিন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াতে কম্বোডিয়ায় তা গড়া হচ্ছে। থাইল্যান্ড উপসাগরে রিম অঞ্চলে তা গড়া হচ্ছে। এতদিন পূর্ব আফ্রিকার জিবুটিতে দেশের বাইরে একমাত্র নৌঘাঁটি ছিল চিনের।
  • দুবাইয়ে গ্রেপ্তার করা হল ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী দুই ভাই রাজেশ গুপ্ত ও অতুল গুপ্তকে। দক্ষিণ আফ্রিকায় দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছিল তাঁদের নামে। ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করাও হয়েছিল।

 

জাতীয়
  • পয়গম্বরকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে ভারতের রাষ্ট্রদূতদের তলব করে ক্ষোভ প্রকাশ করেছে ইরাক, ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরশাহি, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, ওমান, মালয়েশিয়া ও মলদ্বীপ। একই ঘটনার সূত্রে ভারতে আত্মঘাতী হামলার হুমকি দিল আলকায়দা জঙ্গি গোষ্ঠী।
  • ৬৬ হাজার টন ইস্পাত ব্যবহার করে দেশের বৃহত্তম স্টিল ডেক ব্রিজ এমজি সেতুর উদ্বোধন হল পাটনায়। ৫.৬ কিমি দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৭৪২ কোটি টাকা।

 

খেলা
  • প্যারা শ্যুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে ২০০.৬ স্কোর করে বিশ্ব রেকর্ড করলেন ভারতের অবণী লেখারা। এদিন সোনা জিতে ২০২৪ প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে নিজের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করলেন তিনি।
  • বিশ্বের সব থেকে দামি খেলোয়াড় হলেন এমবাপে। তাঁকে রাখতে এ মরসুমে ১৭০৯ কোটি টাকা ব্যয় করেছে পিএসজি।

 

বিবিধ
  • ডস্টারলিমাব টানা ৬ মাস এই ওষুধ সেবন করে ক্যানসার রোগ নির্মূল হয়েছে ১৮ জন রোগীর। `দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ এ বিষয়ে বিষদ তথ্য প্রকাশিত হয়েছে।

 

৬ জুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন