কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২

516
0
daily current affairs
Courtesy: Cricket Addictor

আন্তর্জাতিক
  • ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে আফগানিস্তানের ফ্যাশন মডেল আজমল হাকিকি এবং তাঁর সহকর্মীকে গ্রেপ্তার করল তালিবান শাসকরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।
  • সম্প্রতি এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছে রুশ মহিলা পর্বতারোহী কাটিয়া লিপকা। সেখানে ইউক্রেনের জাতীয় পতাকা উড়িয়ে তিনি শান্তির বার্তাই দিয়েছেন।
  • ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে রেডিয়ো সিগন্যাল ধরা পড়ল চিনের স্ফেরিকাল রেডিয়ো টেলিস্কোপে। এই সিগন্যালটি চিহ্নিত করা হল এফআরবি ২০১৯০৫২০বি নামে।

 

জাতীয়
  • পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। অন্যদিকে যাঁরা ধারাবাহিকভাবে ধর্মীয় বিদ্বেষ প্রচার করেছেন বলে অভিযোগ এমন ৮ জনের বিরুদ্ধেও আলাদাভাবে এফ আই আর করা হয়েছে।
  • ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন ও ২১ জুলাই তার ফল প্রকাশিত হবে বলে জানাল নির্বাচন কমিশন।

 

খেলা
  • রঞ্জি ট্রফিতে ৭২৫ রানে উত্তরাখণ্ডকে পরাস্ত করল মুম্বই। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি একটি বিশ্বরেকর্ড। এতদিন যে নজির ছিল কুইন্সল্যান্ডের বিরুদ্ধে নিউ সাউথ ওয়েলসের (৬৮৫ রানে জয়)। রঞ্জিতে এতদিন (১৯৫৩-৫৪ থেকে)  ওড়িশাশার বিরুদ্ধে বাংলার ৫৪০ রানে জয়ই ছিল রেকর্ড।
  • ১২ ম্যাচ পর টি টোয়েন্টি ম্যাচ হারল ভারত। ঋষভ পন্থের নেতৃত্বে খেলে ভারত ৫ উইকেটে হার মানল দক্ষিণ আফ্রিকার কাছে।

 

বিবিধ
  • শিকাগোর ১২০ বছরের পুরনো আর্ভিং পার্ক ইউনাইটেড মেথডিস্ট চার্চে বসানো হল শ্রীরামকৃষ্ণদেবের ১৭ ফুট উঁচু মূর্তি। এই `হোম অব হারমনি’তে সর্বধর্ম সমন্বয়ের বার্তাই প্রকাশিত হয়েছে।