কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন ২০২২

schedule
2022-06-14 | 12:39h
update
2022-06-14 | 12:39h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই দ্বিতীয়বার ইউক্রেন সফর করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুনা ফর ডের লেয়েন। এ বছরের ফেব্রুয়ারি মাসে ইইউতে যোগদানের জন্য আবেদন জানিয়েছিল ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জনালেন লেয়েন। এদিকে ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া খেরসন অঞ্চলের মানুষকে পাসপোর্ট দিতে শুরু করল রশিয়া।
  • প্রথম মহিলা বিদেশমন্ত্রী পেল দক্ষিণ কোরিয়া। পরমাণু বিশেষজ্ঞ ছোয়ে সোন হুই ওই পদে নিযুক্ত হয়েছেন।
Advertisement

জাতীয়
  • নাগাল্যান্ডের ওটিংয়ে গত ৪ ডিসেম্বর সেনা কম্যান্ডোর গুলিতে ১৩ জন গ্রামবাসীর হত্যার ঘটনায় ১ অফিসার ও ২৯ জনকে দোষী সাব্যস্ত করল নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল।
  • রাষ্ট্রসংঘের ৭৬ তম সাধারণ সভায় পাশ হল বহুভাষাবাদ প্রস্তাব। এর ফলে এখন থেকে রাষ্ট্রসংঘের সব বার্তা ইংরেজি, ফরাসি, রুশ, মান্দারিন, আরবি, স্প্যানিশের পাশাপাশি হিন্দিতেও প্রচারিত হবে। ভারত এই প্রস্তাব এনেছিল। প্রসঙ্গত, বিশ্বে হিন্দি ভাষাভাষী মানুষ রয়ছেন ২৬ কোটি। পরবর্তী কালে বাংলা ও উর্দু ভাষাতেও বার্তা প্রকাশ করবে রাষ্ট্রপুঞ্জ।
খেলা
  • এ এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ২-১ গোলে পরাস্ত করল আফগানিস্তানকে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে ভারতের হয়ে গোল দুটি করলেন সুনীল ছেত্রী ও সাহাল আবদুল সামাদ।
  • নরওয়ে চেজ গ্রুপ এ ওপেন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানানন্দ।
  • প্যারিসে প্যারা শুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা জিতলেন ভারতের অবনী লেখারা।
 বিবিধ
  • ২০২০ -২১ অর্থবর্ষের ৬.৯ কোটির তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে দেশে আয়কর রিটার্ন দেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭.১৪ কোটি হয়েছে বলে জানালেন প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান সঙ্গীতা সিং।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 09:46:23
Privacy-Data & cookie usage: