কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুন ২০২২

567
0
daily current affairs
Courtesy: People

আন্তর্জাতিক
  • নতুন রেকর্ড গড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিন তিনি রাজতন্ত্রের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম শাসকের শিরোপা অর্জন করলেন তিনি অতিক্রম করে গেলেন থাইল্যান্ডের রাজা ভুমিবলের ৭০ বছর ১২৬ দিন শাসক হিসেবে থাকার রেকর্ড। অবশ্য ব্রিটেনে ২০১৫ সালেই ভিক্টোরিয়াকে টপকে সর্বোচ্চ সময়ের শাসক হয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। প্রসঙ্গত বিশ্বে সব থেকে বেশিদিন সিংহাসনে থাকার (৭২ বছর ১১০ দিন) রেকর্ড রয়েছে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের (১৪৪৩-১৭১৫)।
  • মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক উড়ানে উঠতে গেলে করোনা পরীক্ষা আর বাধ্যতামূলক নয় বলে জানাল মার্কিন স্বাস্থ্যমন্ত্রক।

 

জাতীয়
  • মধ্যপ্রদেশে গুণা জেলার সিঙ্গায়ই পঞ্চায়েতের সরপঞ্চ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ললিতা। মধ্যপ্রদেশের কুখ্যাত ডাকাত মালখান সিংয়ের দ্বিতীয় স্ত্রী তিনি।
  • পানিহাটিতে ৫ শতাব্দীর পুরনো নিত্যানন্দ মহাপ্রভূর দণ্ড মহোতসবে জনতার প্রবল চাপে গরমে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩ জন।
খেলা
  • কটকে টি টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে ভারতকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা । ৫ ম্যাচের সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেল। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শতরানের (অপরাজিত ১১৫) পর টেন্টব্রিজেও শতরান (অপরাজিত ১৬৩) করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। এটি তাঁর ২৭ তম টেস্ট শতরান।
  • একদিনের সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে।

 

বিবিধ
  • এবার আইআইটিতে বি-এড পড়ান হবে। ৪ বছরের ইন্টিগ্রেটেডে বিএড পাঠক্রম শীঘ্রই চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

১১ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন