কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুন ২০২২

361
0
daily current affairs
Courtesy: Sakshi post

আন্তর্জাতিক
  • পয়গম্বরকে নিয়ে বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে যে-সব প্রবাসী বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের প্রত্যেককে নিজের নিজের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল কুয়েত। ভবিষ্যতে আর তাঁদের কুয়েতে ঢুকতে দেওয়া হবে না। প্রসঙ্গত বিক্ষোভ ও আন্দোলন নিষিদ্ধ। কুয়েতে প্রবাসী ভারতীয় রয়েছেন দশ লক্ষাধিক।
  • ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পশহর সেভেরোডনেতস্ক দখল করে নিল রাশিয়া। তবে সেখানেও ধ্বংসের চিহ্ন স্পষ্ট। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনেস্কির দাবি, `শহরের প্রতি মিটার এখন যুদ্ধক্ষেত্র।’
জাতীয়
  • পশ্চিমবঙ্গের ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসাতে সংশোধনী বিল পাশ হল রাজ্য বিধানসভায়।
  • এক ব্যক্তির একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, ভোটার কার্ড, আধার কার্ড সংযোগ প্রভৃতি ৬টি প্রস্তাব আইন মন্ত্রকের কাছে বিবেচনার জন্য পাঠালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
খেলা
  • টেন্টব্রিজ টেস্টে নিউজিল্যান্ডের টম লাথামকে আউট করে টেস্টে ৬৫০ তম উইকেটের মালিক হলেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। মোট টেস্ট উইকেটের বিচারে তিনি এখন বিশ্বে তৃতীয় স্থানে। তবে পেশারদের মধ্যে তিনিই শীর্ষে।
  • টেনিস বিশ্ব রাঙ্কিংয়ে পুরুষ ও মহিলাদের তালিকার প্রথম স্থান অর্জন করলেন যথাক্রমে ইগা শিয়নটেক ও দানিল মেদভেদেভ।
বিবিধ
  • এশিয়ার মধ্যে দীর্ঘতম দাঁত ছিল তার। কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভের গুন্দর রেঞ্জে ৬০ বছর বয়সী হাতিটির নাম ভোগেশ্বর। তার দুই দাঁতের দৈর্ঘ্য যথাক্রমে ২.৫৪ মিটার ও ২.৩৪ মিটার। বয়সজনিত কারণে প্রয়াত হল ভোগেশ্বর। কলকাতার ফিঙ্গার প্রিন্ট ব্যুরোর ১২৫ তম বছর পালিত হল।