কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুন ২০২২

schedule
2022-06-15 | 09:43h
update
2022-06-15 | 09:43h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইউক্রেনের সেনাদের মরিয়া লড়াইকে অভিবাদন জানিয়ে পোপ ফ্রান্সিস বললেন, রাশিয়া ভেবেছিল এক সপ্তাহে যুদ্ধ মিটে যাবে। কিন্তু ওরা একদল সাহসী যোদ্ধার সম্মুখীন হয়েছে। এদিকে ডনবাসের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের শীর্ষ নেতা ডেনিস পুশিলিন দাবি করলেন, রাশিয়ার সাহায্যে তাঁরা শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
  • ক্যাপিটাল হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত প্রক্রিয়াকে `বিচারব্যবস্থার উপহাস বলে মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একে তিনি `ক্যাঙারু আদালত’ বলে কটাক্ষ করলেন।
Advertisement

জাতীয়
  • আগামী দেড় বছরে ১০ লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি পুনেতে সন্ত তুকারাম শিলামন্দিরের উদ্বোধন করলেন এবং মুম্বইয়ে `মুম্বই সমাচার’ পত্রিকার ২০০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিলেন। মহারাষ্ট্রের রাজভবনে তিনি অগ্নিযুগের বিপ্লবীদের নিয়ে একটি সংগ্রহশালার উদ্বোধন করলেন। এদিকে সেনাবাহিনীতে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের `অগ্নিপথ’ প্রকল্প চালুর সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার।
খেলা
  • বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ৪৮ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে।
  • এএফসি কাপের যোগ্যতা নির্ণয় পর্বে ভারত ৪-০ গোলে পরাস্ত করল হংকং-কে। তিনটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই এশিয়ান কাপের (২০২৩) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারত। এশিয়ার শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতায় এই নিয়ে পঞ্চমবার এবং এই প্রথম টানা দ্বিতীয়বার খেলার যোগ্যতা অর্জন করল ভারত। হংকংয়ের বিরুদ্ধে ১৬ বার খেলে অষ্টমবার জিতল ভারত।
বিবিধ
  • মে মাসে খুচরা মূল্যবৃদ্ধির হার হল ৭.০৪ শতাংশ। পাইকারি বাজারে তা হয়েছে রেকর্ড ১৫.৮৮ শতাংশ।

১৩ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 13:27:31
Privacy-Data & cookie usage: