কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুন ২০২২

466
0
daily current affairs
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ মহম্মহদ ইউনুসের প্ররোচনায় বিশ্ব ব্যাঙ্ক পদ্মা সেতু নির্মাণে অর্থ বরাদ্দ বন্ধ করেছিল। এই অভিযোগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নিজেদের অর্থেই ওই সেতু নির্মাণ করেছে। নাশকতা ঘটিয়ে সেতুর উদ্বোধন করতে একটি মহল সক্রিয় বলেও তিনি অভিযোগ করেছেন।
  • বিশ্বের ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

জাতীয়
  • মাটি থেকে ৮০ ফুট গভীর কুয়োয় অন্ধকারের মধ্যে ১০৪ ঘণ্টা কাটানোর পর সুস্থ অবস্থায় উদ্ধার করা হল ১১ বছরের শিশু রাহুল সাহুকে। ছত্তিশ গড়ের চম্পা জেলার পিহরিড গ্রামে একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে গিয়েছিল সে। সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০০ জন উদ্ধার কার্যে অংশ নিয়েছিলেন।
  • ২০১৫ সালে চণ্ডীগডে জাতীয় পর্যায়ের শুটার সুখমনপ্রীত সিং সিধু ওরফে সিথি সিধুকে গুলি করে খুনের ঘটনায় দীর্ঘ তদন্ত চালিয়ে সিবিআই গ্রেপ্তার করল হিমাচল প্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সাবিনার মেয়ে কল্যাণী সিংকে।
  • আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী বাছার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দি্ল্লির কনস্টিটিউশন ক্লাবে ১৭টি রাজনৈতিক দলের ২৭ জন প্রতিনিধি যোগ দিলেন।
খেলা
  • দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া ওশিনিয়া প্যারা ভারোত্তনে ব্রোঞ্জ জিতলেন ভারতের পরমজিত কুমার ও মনপ্রীত কৌর।
  • মোহনবাগান হকি দলের মেন্টর হলেন ধ্যানচাঁদের পুত্র অলিম্পিয়ান অশোক কুমার।
বিবিধ
  • ভারত গৌরব প্রকল্পে দেশের প্রথম বেসরকারি ট্রেন পরিষেবা চালু হল কোয়েম্বাটুর থেকে শিরডি পথে।
  • ৪ মাসের জন্য ভারতের থেকে গম, আটা ও ময়দা রপ্তানির স্থগিতাদেশ জারি করল সংযুক্ত আরব আমিরশাহি।