কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুন ২০২২

508
0
daily current affairs
Courtesy: Cricket Addictor

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে একটি গুরুদ্বারে নিহত হলেন ২ জন। কাবুলের কার্তে পারওয়ান এলকায় দশমেশ পিতা সাহিবজি গুরুদ্বারে দুবার বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আই এস জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।
  • আমাজনের গভীর জঙ্গলে চোরাকারবারিদের হাতে ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপস (৫৭) ও জনজাতি বিশেষজ্ঞ ব্রুনো পেরেরা নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিক ভাবে জানাল ব্রাজিল। এই ঘটনায় পুলিশ আটক করেছে জনৈক মাছ ব্যবসায়ী আমারিলদো দা কস্তা ডি অলিভেরাকে।
  • যুদ্ধবিধ্বস্ত কিয়েভ সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
জাতীয়
  • অগ্নিপথ চাকরি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিহার। সেখান নির্দিষ্ট সময়ের জন্য যাবতীয় রেল চলাচল বন্ধ করে দেওয়া হল। এদিন পালিত হয়েছে বিহার বন্ধও। এদিকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে `অগ্নিবীর’দের জন্য আধাসামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে আসন সংরক্ষিত থাকবে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন পালন করলেন তাঁর শততম জন্মদিবস। মায়ের জন্মদিনে দীর্ঘ ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী।
খেলা
  • কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকে ব্রোঞ্জ জিতলেন ভারত তথা বাংলার কন্যা প্রণতি নায়েক।
  • ফিনল্যান্ডের কুয়োরতান গেমসে ৮৬.৬৯ মিটার জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া।
  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে ১৭৪ রানে হেরে গেল বাংলা।

 

বিবিধ
  • পশ্চিমবঙ্গের ৫টি দপ্তর স্কচ অ্যাওয়ার্ড পেল। পরিবহন, কারিগরি, শিল্প ও দক্ষতা উন্নয়ন দপ্তর, বন দপ্তর, শিক্ষা দপ্তর এই পুরস্কার পেল।