কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন ২০২২

schedule
2022-06-21 | 07:47h
update
2022-06-21 | 07:47h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Zee News

আন্তর্জাতিক
  • পয়গম্বরকে নিয়ে বিজেপি–র মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিশোধ নিতেই কাবুলের গুরুদ্বারে হামলা চালানো হয়েছিল বলে দাবি করল ইসলামি জঙ্গি সংগঠন আইএস। এই ঘটনার পর ১১১ জন আফগান হিন্দু ও শিখের ই-ভিসা অনুমোদন করল ভারত। প্রসঙ্গত, সত্তরের দশকে আফগানিস্তানে বসবাস করতেন পাঁচ লক্ষাধিক শিখ। এখন তাঁদের সংখ্যায় দুশোয় নেমেছে।
  • সারা রাত লাইনে দাঁড়ানোর পরও পেট্রোল মেলেনি। শেষ হয়ে গিয়েছে পাম্পের সঞ্চয়। ক্ষোভে পাথর ছুড়লেন নাগরিকরা। এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার বিসুভামাডু অঞ্চলে।
Advertisement

জাতীয়
  • স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৫২৪৭ পদে নিয়োগের সিদ্দান্ত জানাল কেন্দ্রীয় সরকার।
  • ভারত-বাংলাদেশ উভয় পরামর্শ বৈঠকের সপ্তম দফায় দিল্লিতে মুখোমুখি আলোচনায় বসলেন ভারতের বিদেশ-মন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন।
  • অগ্নিপথ বিক্ষোভে দিনের বেলায় বিহারে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
খেলা
  • বেঙ্গালুরুতে ভারত দক্ষিণ-আফ্রিকার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হল। সিরিজ শেষ হল অমীমাংসিতভাবে (২-২)। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ। ম্যান অব দ্য সিরিজ হলেন ভুবনেশ্বর কুমার। সিরিজে তাঁর সংগ্রহ ৬ উইকেট।

 

বিবিধ
  • মহারাষ্ট্রে দশম শ্রেণির পরীক্ষায় একসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন পুনের পিতা পুত্র। সেখানে ৪৩ বছরের ভাস্কর বাগমারে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু অনুত্তীর্ণ হয়েছে তাঁর পুত্র। বেসরকারি সংস্থার কর্মী ভাস্কর ৩০ বছর পর ঐকান্তিক চেষ্টায় মহারাষ্ট্র স্টেট বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় বসেছিলেন।
  • সারা বাংলা দাবা সংস্থার সভাপতি নির্বাচিত হলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

১৮ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 19:02:29
Privacy-Data & cookie usage: