কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুন ২০২২

487
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ৫০.৪৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হলেন সাবেক গেরিলা যোদ্ধা, বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো। দক্ষিণপন্থী নেতা তথা ধনকুবের গুস্তেভো পেত্রো পেয়েছেন ৪৭.২৬ শতাংশ ভোট। এই প্রথম কোনো বামপন্থী নেতা কলম্বিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন।
  • ফ্রান্সে ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে ৫৭৭ আসনের মধ্যে শাসক দল পেল ২৪৫টি আসন যা সংখ্যা গরিষ্ঠতার থেকে ৪৪টি কম। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ এবং তাঁর দল `লা রেপাব্লিক অঁ মার্শ’-এর থেকে বেশি আসন পেল বামপন্থী ও অতি দক্ষিণপন্থী দলগুলো।

 

জাতীয়
  • অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভের জেরে এবং বিক্ষোভের আশঙ্কায় ৫২৯টি ট্রেন বাতিল করল রেলমন্ত্রক। কয়েকটি সংগঠন এদিন ভারত বনধের ডাক দিয়েছিল। এদিকে অগ্নিপথ প্রকল্পের কর্মীদের পরবর্তীকালে নিয়োগের প্রতিশ্রুতি দিলেন বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানরাও।
  • অসমে ৩৫টি জেলার মধ্যে ৩৩টি জেলার ৪৩ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত অসমে বন্যায় প্রাণ হারালেন ৭৩ জন।
খেলা
  • হ্যাল ওপেন পুরুষদের সিঙ্গলসে চ্যা্ম্পিয়ন হলেন হুবার্ট হারকেজ। বিশ্বের এক নম্বর দানিল মেদভেদেভকে হারিয়ে এই খেতাব জিতলেন তিনি। পর পর দুই সপ্তাহে দুটি প্রতিযোগিতার ফাইনালে হারলেন দানিল।
  • এফ আই এইচ প্রো লিগে তৃতীয় স্থান পেল ভারতের পুরুষ হকি দল।
  • দোহায় অনূর্ধ্ব ১৬ এশীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান পেল ভারতের পুরুষ হকি দল। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নেদারল্যান্ডস।
  • দোহায় অনূর্ধ্ব  ১৬ এশীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান পেল ভারতের পুরুষ হকি দল। এই প্রতিযোগিতায় এটাই ভারতের শ্রেষ্ঠ সাফল্য।
  • মন্ট্রিয়ল গ্রাঁপ্রি ফর্মুলা ওয়ান রেসে চ্যাম্পিয়ন হলেন রেড বুল দলের মার্ক ভারস্টাপেন।
বিবিধ
  • হিমাচল প্রদেশের পরবাণুতে সোলান উপত্যকায় টিম্বার ট্রেল প্রাইভেট রিসর্ট-এ রোপওয়ে বিকল হয়ে আটকে থাকলেন ১১ জন পর্যটক। পরে তাঁদের উদ্ধার করা হয়। ১৯৯২ সালে এই কেবল কার দুর্ঘটনায় এক পর্যটকের প্রাণহানি হয়েছিল।