কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুন ২০২২

656
0
Current Affairs 19th December
Courtesy: CNN

আন্তর্জাতিক
  • ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত এক হাজার জনের প্রাণহানি হল। পাক-আফগান সীমান্তবর্তী শহর থেকে ৪৪ কিমি দূরে ছিল কম্পনের উতকেন্দ্র। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেল অনুযায়ী ৬.১। সবথেকে ক্ষতিগ্রস্ত প্রদেশের নাম পাকটিকা। জখমের সংখ্যা দেড় হাজারেরও বেশি।
  • বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জে প্রবল বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা নামাতে হল। গত ১২২ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যায়নি সেখানে। প্রাণহানি হয়েছে ৩২ জনের।
  • রেল ও মেট্রো রেল কর্মীদের ধর্মঘটে অচল হয়ে গেল ব্রিটেন। গত ত্রিশ বছরে এত ব্যাপক রেল অবরোধ, ধর্মঘটের ঘটনা ঘটেনি ব্রিটেনে।

 

জাতীয়
  • এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য ১০,৮৬,৪৩১। প্রতিদ্বন্দ্বিতা হবে ঝাড়খণ্ডের ভূমিপুত্র যশবন্ত সিনহার সঙ্গে ওড়িশার ময়ূরভঞ্জের রাইরাংপুরের বাসিন্দা দ্রোপদী মর্মুর। এদিন থেকেই মর্মূকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে।
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় ৫দিন ধরে ৫০ ঘণ্টারও বেশি সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জেরা করল ইডি।
  • মহারাষ্ট্রে উদ্ভব থ্যাকারে নেতৃত্বাধীন শিবসেনা কংগ্রেস এনসিপি সরকারের বিরুদ্ধে `বিদ্রোহ’ ঘোষণা করলেন শিবসেনা নেতা একনাথ শিল্ডে সহ ৩৪ জন বিধায়ক।

 

খেলা
  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে ৫ উইকেটে ২৪৮ রান করল মুম্বই।
  • কিরঘিজস্তানে আয়োজিত অনূর্ধ্ব ১৭ এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে দলগত খেতাব জিতল ভারত। এই প্রতিযোগিতায় ৪ সোনাসহ ৮টি পদক জিতেছে ভারত।

 

বিবিধ
  • ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইন অনুসারে ১১১টি রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করল নির্বাচন কমিশন। গত ২৫ মে ৮৭টি দলকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল।

 

২১ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন