কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুন ২০২২

schedule
2022-06-23 | 09:32h
update
2022-06-23 | 09:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: CNN

আন্তর্জাতিক
  • ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত এক হাজার জনের প্রাণহানি হল। পাক-আফগান সীমান্তবর্তী শহর থেকে ৪৪ কিমি দূরে ছিল কম্পনের উতকেন্দ্র। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেল অনুযায়ী ৬.১। সবথেকে ক্ষতিগ্রস্ত প্রদেশের নাম পাকটিকা। জখমের সংখ্যা দেড় হাজারেরও বেশি।
  • বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জে প্রবল বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা নামাতে হল। গত ১২২ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যায়নি সেখানে। প্রাণহানি হয়েছে ৩২ জনের।
  • রেল ও মেট্রো রেল কর্মীদের ধর্মঘটে অচল হয়ে গেল ব্রিটেন। গত ত্রিশ বছরে এত ব্যাপক রেল অবরোধ, ধর্মঘটের ঘটনা ঘটেনি ব্রিটেনে।
Advertisement

 

জাতীয়
  • এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য ১০,৮৬,৪৩১। প্রতিদ্বন্দ্বিতা হবে ঝাড়খণ্ডের ভূমিপুত্র যশবন্ত সিনহার সঙ্গে ওড়িশার ময়ূরভঞ্জের রাইরাংপুরের বাসিন্দা দ্রোপদী মর্মুর। এদিন থেকেই মর্মূকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে।
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় ৫দিন ধরে ৫০ ঘণ্টারও বেশি সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জেরা করল ইডি।
  • মহারাষ্ট্রে উদ্ভব থ্যাকারে নেতৃত্বাধীন শিবসেনা কংগ্রেস এনসিপি সরকারের বিরুদ্ধে `বিদ্রোহ’ ঘোষণা করলেন শিবসেনা নেতা একনাথ শিল্ডে সহ ৩৪ জন বিধায়ক।

 

খেলা
  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে ৫ উইকেটে ২৪৮ রান করল মুম্বই।
  • কিরঘিজস্তানে আয়োজিত অনূর্ধ্ব ১৭ এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে দলগত খেতাব জিতল ভারত। এই প্রতিযোগিতায় ৪ সোনাসহ ৮টি পদক জিতেছে ভারত।

 

বিবিধ
  • ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইন অনুসারে ১১১টি রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করল নির্বাচন কমিশন। গত ২৫ মে ৮৭টি দলকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল।

 

২১ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 19:02:41
Privacy-Data & cookie usage: