আন্তর্জাতিক
- ভিডিও মাধ্যমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষপর্যায়ের বৈঠক শুরু হল। ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা রয়েছে এই গোষ্ঠীতে। বিশ্বের মোট জিডিপি-এর এক চতুর্থাংশ এই দেশগুলির।
- আফগানিস্তানের পাকটিকা ও খোস্ত প্রদেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বিপদ বাড়িয়েছে আচমকা প্লাবন।
- বসবাস করার জন্য বিশ্বের কোন শহর সবথেকে উপযুক্ত তার তালিকা প্রকাশ করল ইকনমিস্ট ইনটেলিজেন্স ইুনিট। এই তালিকার প্রথম পাঁচটি স্থান পেল যথাক্রমে ভিয়েনা, কোপেনহাগেন, জুরিখ, ক্যালগেরি এূং ভ্যাঙ্কুভার।
জাতীয়
- ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন আইপিএস অফিসার দীনকর গুপ্ত।
- নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শিলচরে। প্রায় ৪০০০ ট্রান্সফর্মার জলের তলায়। অসমে ৩০টি জেলার ৪৫ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
খেলা
- এফআইএইচ প্রো লিগ মেয়েদের হকিতে তৃতীয় স্থান পেল ভারত। এদিন ভারত হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথম দুটি স্থান পেয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।
- ফিফা বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় প্রথম ৫টি স্থান পেল যথাক্রমে ব্রাজিল, বেলজিয়াম, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড। ২ ঝাপ এগিয়ে ভারতের ক্রম এখন ১০৪।
- রঞ্জি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুম্বই প্রথম ইনিংসে করল ৩৭৪ রান। শতরান (১৩৪) করলেন সরফরাজ খান।
বিবিধ
- রেকর্ড তলানিতে পৌঁছল টাকার দাম। এদিন তা হয়েছে ৭৮ টাকা ৩২ পয়সা প্রতি ডলার।
- স্কুল ছেড়েছিলেন ৩৭ বছর আগে। অবশেষে ৫০ বছর বয়সে মহারাষ্ট্রে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭৯.৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেন কোনেতকর কল্পনা অচ্যুত নামের এক মহিলা।