আন্তর্জাতিক
- দক্ষিণ আফ্রিকার একটি নাইট ক্লাব থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার হল। মৃতদের সকলেই বয়সে তরুণ এবং তাদের কারও দেহেই কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্ত চালাচ্ছে পুলিশ।
- বাংলাদেশে যাত্রীদের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার দিনই দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ মোটর সাইকেল আরোহী। দিনভর কয়েক হাজার মোটর সাইকেল তীব্র গতিতে দাপিয়ে যাতায়াত করেছে সেতুতে। এরপরই সেখানে মোটর সাইকেল চালানো বন্ধ করা হল।
- মার্কিন সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ দেখালেন অসংখ্য মানুষ। নারীদের গর্ভপাতের অধিকার সংক্রান্ত ৫০ বছর আগের একটি রায় খারিজের প্রতিবাদ জানালেন তাঁরা।
জাতীয়
- বরাক নদীর জলে গত ৬ দিন ধরে প্লাবিত হয়ে রয়েছে অসমের শিলচর। সেখানে পানীয় জল বিক্রি হচ্ছে পেট্রোলের থেকে বেশি দামে।
- জি৭ বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে জার্মানির মিউনিখে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শীর্ষ সম্মেলনের অবসরে তিনি আরও কয়েকটি বৈঠকও করবেন অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। জি৭ গোষ্ঠীতে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আমন্ত্রিত হিসাবে যোগ দিচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আর্জেন্টিনা ও ইন্দোনেশিয়া। এদিন প্রধানমন্ত্রী ৯০তম `মন কি বাত’ অনুষ্ঠানেও বক্তব্য পেশ করেন।
খেলা
- রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ ৬ উইকেটে ফাইনালে জিতে তারা প্রথমবার এই খেতাব পেল। তারা পরাস্ত করল ৪১ বার রঞ্জিজয়ী মুম্বইকে। মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ২৩ বছর আগে মধ্যপ্রদেশের অধিনায়ক হয়ে ফাইনালে হার মেনেছিলেন মুম্বইয়ের কাছে। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হলেন যথাক্রমে শুভম শর্মা এবং সরফরাজ খান। এবার রঞ্জিতে সরফরাজ ৯৮২ রান করেন।
- হার্দিক পা্ন্ডের অধিনায়কত্বে ভারত ডাবলিনে টি টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে পরাস্ত করল আয়ারল্যান্ডকে।
বিবিধ
- দেশে বন্যা ও ঝড়-এর থেকে বেশি প্রাণহানি হয় বজ্রপাতে। গত এক বছরে ১৯৬৭ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রকাশিত তথ্য থেকে তা জানা গেছে।