কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই ২০২১

561
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ফিলিপিন্সের সুলু প্রদেশে একটি সামরিক বিমান ভেঙে মৃত্যু হল ২৯ জন সেনার৷ মোট ৯৬ জন সেনাকর্মী ছিলেন বিমানটিতে৷ জখম হয়েছেন ৫০ জন৷ সি-১৩০ বিমানটি রানওয়ের পরিবর্তে পাশের খাদে গিয়ে পড়ে৷ চলতি বছরে এই নিয়ে ৪টি সামরিক বিমান দুর্ঘটনায় পড়েছে ফিলিপিন্সে৷
  • ব্রিটেনে করোনা সংক্রমণ ৭১ শতাংশ, স্পেনে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ রাশিয়ায় টানা ৫ দিন করোনা সংক্রমণে প্রাণহানির রেকর্ড হল৷ ইন্দোনেশিয়ায় দনিক সংক্রমণ নতুন নজির গড়ল (২৭৯১৩ জন)৷ ইরান আশঙ্কা করছে পঞ্চম ঢেউ আছড়ে পড়ার৷ ব্রিটেন এরমধ্যে ১৯ জুলাই লকডাউন প্রত্যাহারের কথা জানিয়েছে৷ ব্রিটিশ আবাসন মন্ত্রী রবার্ট জেনরক বললেন, “একটা নতুন যুগে প্রবেশ করছি আমরা৷ ভাইরাসের সঙ্গে বসবাস আমাদের শিখতে হবে৷”

 

জাতীয়
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ হাড়িভাঙা প্রজাতির ২৬০০ কেজি আম পাঠান হয়েছে বলে জানা গেছে৷
  • উত্তরাখণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পুস্কর সিং ধামি৷ তিনি ওই রাজ্যের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী৷ গত ৪ মাসে এই নিয়ে তৃতীয় কোনও ব্যক্তি এই পদে বসলেন৷

 

বিবিধ
  • লাফানো মাকড়শা “ডেক্সিপ্পাস ক্লেইনি থোরেল ১৮৯১” এর দেখা পাওয়া গেল অসমের কোকরাঝাড়ে৷ ১২৯ বছর পর অসমে তাদের সন্ধান পেলেন বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় ও সার্ভে অব ইন্ডিয়ার গবেষকরা৷
  • ৭ ঘণ্টা মহাশূ্ন্যে কাটালেন চিনের ৩ মহাকাশচারী লিউ বোমিং এবং তাং হংবো৷

 

খেলা
  • কোপা আমেরিকা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হল আর্জেন্টিনা৷ এদিন একটি গোল করলেন লিওনেল মেসি৷ দেশের হয়ে তাঁর গোলসংখ্যা হল ৭৬৷
  • ১৮ বার উইম্বলডনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠে নজির গড়লেন রজার ফেডেরার৷ উইম্বলডনের ইতিহাসে তৃতীয় প্রবীণ ব্যক্তি হিসাবে শেষ ষোলোয় উঠলেন তিনি৷ এদিন ছিল তাঁর ১০৪ তম উইম্বলডন ম্যাচ৷ সবমিলিয়ে গ্র্যান্ডস্ল্যামে ৬৯ বার শেষ ষোলোয় উঠলেন তিনি৷
  • ফর্মুলা ওয়ান অস্ট্রিয়া গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন হলেন মার্ক ভারস্টাপেন৷