কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২২

435
0
Courtesy: Bloomberg.com

আন্তর্জাতিক
  • জার্মানির মিউনিখে জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠকে ভিডিয়ো মারফত যোগ দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। তিনি শীতের আগে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন রাশিয়ার কাছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের দাবি এই যুদ্ধ গোটা বিশ্বে থাকা-খাওয়ার খরচ বৃদ্ধি করেছে।
  • মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়া থেকে সোনা আমদানি বন্ধ করা হবে বলে জানালেন।
  • জ্বালানি তেলের সঞ্চয় শেষ শ্রীলঙ্কায়। ১০ জুলাই পর্যন্ত কেবল জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানাল কলম্বো প্রশাসন। কলম্বোয় স্কুল বন্ধ রাখা হয়েছে। সরকারি কর্মীদের গৃহে বসে কাজ করতে বলা হয়েছে।
জাতীয়
  • মিউনিখে জি৭ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসেবে যোগ দিয়েছে ভারত। মূল অধিবেশনের অবসরে এদিন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ফরসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জার্মান চ্যান্সেলর শ্যুলজের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বায়ুসেনায় ৪ দিনে অগ্নিপথ প্রকল্পে ৯৪৮১ আবেদনপত্র জমা পড়ল বলে জানা গেল।
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১৬টি বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র পেশ করলেন যশবন্ত সিনহা।
খেলা
  • উইম্বলডনে নিজের ৮০ তম জয়ের স্বাদ পেলেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে তাঁর জয়ের সংখ্যা যথাক্রমে ৮২,৮৫ ও ৮১। প্রতিটি গ্র্যান্ড স্ত্যামে ৮০টি করে ম্যাচ জেতার নজির অন্য কারও নেই।
  • ৩ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাস্ত, করল ইংল্যান্ড। প্রায় এক দশক পর ঘরের মাঠে কোনো দলকে হেয়াইটওয়াশ করল তারা।

 

বিবিধ
  • ১ জুলাই থেকে একবার ব্যবহারযোগ্য (১০০ মাইক্রনের কম পুরু) প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তর।

২৬ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন