কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই ২০২২

481
0
Current Affairs 2nd April

আন্তর্জাতিক
  • দক্ষিণ ইউক্রেনের ওডেসার গ্রামে একটি ৯ তলা গৃহে গভীর রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জনের প্রাণহানি হল। সেরিইভকাতে একটি হলিডে হোমে রুশ ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন ২ জন। নিসিকানস্ক শহরের তেল শোধনাগার দখল করা হয়েছে বলে জানাল রাশিয়া।
  • ২ কোটি ৬০ লক্ষ মানুষের দেশ উত্তর কোরিয়ার অন্তত ৪৭ লক্ষ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে ভেসে আসা বেলুনে উত্তর কোরিয়ায় করোনা ছডিয়েছে বলে দাবি করল উত্তর কোরিয়ার প্রশাসন।

 

জাতীয়
  • `গোটা দেশে যা চলছে তার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা। তাঁর উচিত ছিল গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।’ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এই মন্তব্য করলেন। প্রসঙ্গত দেশের বিভিন্ন রাজ্যে নূপুরের বিরুদ্ধে যে-সব মামলা হয়েছে তা একত্রিত করে দিল্লিতে নিয়ে আসার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সেই মামলার শুনানিতেই এই পর্যবেক্ষণ প্রকাশ করলেন বিচারপতি সূর্যকান্ত।
  • বীরভূমের বেআইনি পাথর খাদান থেকে ২৭৫০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ৫০০ জিলোটিন স্টিক ও ৩০০০ ডিটোনেটর উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই বিপুল বিস্ফোরক দিয়ে একটি জেলা ধ্বংস হয়ে যেতে পারত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

 

খেলা
  • এজবাস্টন টেস্টে খেলতে পারলেন না রোহিত শর্মা। তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টে  ভারতের ৩৬তম টেস্ট অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলল ভারত। শতরান করলেন ঋষভ পন্থ (১১১ বলে ১৪৬ রান)। তিনি রবীন্দ্র জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে তুললেন ২২২ রান যা ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ষষ্ঠ উইকেটে সবে৪াচ্চ রান।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে মেয়েদের একদিনের ক্রিকেট ম্যাচের সিরিজে ভারত প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করল।
বিবিধ
  • দেশে জিএসটি চালুর ৫ বছর পূর্ণ হল। এই পরোক্ষ কর ব্যবস্থায় ৬ রকমের কর চালু রয়েছে।