আন্তর্জাতিক
- ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে এলোপাতাডি গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করল এক যুবক। ২২ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বিমানবন্দরের কাছে ফিল্ডস শপিং মলে এই হমলার কারণ স্পষ্ট নয়।
- কাবুলে তালিবানদের ডাকে শেষ হল ৩ দিনের মহাসম্মেলন। ধর্মীয় নেতা, নাগরিক সমাজের বিশিষ্ট জন সহ প্রায় ৪০০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন সেখানে। বক্তব্য রাখেন তালিবান শীর্ষ নেতা হিবাতুল্লা আকুন্দজাদা। তবে কোনো মহিলা উপস্থিত ছিলেন না।
জাতীয়
- ২০০২ সালে গোধরায় ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় ৫৯ জন করসেবকের মৃত্যু হয়েছিল। সেদিন ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত রফিক ফটুককে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাটের পঞ্চমহল জেলা আদালত। ২০২১ সালে গ্রেপ্তার হয়েছিল রফিক।
- ৯৪ জন প্রার্থী ১১৫টি মনোনয়নপত্র পেশ করেছিলেন, কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য অধিকাংশই বাতিল হয়েছে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী থাকলেন দুজন। দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহা। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল তথা রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদী একথা জানালেন।
খেলা
- মেয়েদের বিশ্বকাপ হকির প্রথম ম্যাচে ভারত–ইংল্যান্ডের মধ্যে খেলা ১-১ গোলে ড্র হল।
- এজবাস্টন টেস্টে শতরান (১০৬) করলেন জনি বেয়ারস্টো। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২৮৪ রান ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করল।
- নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে বরখাস্ত করা হল।
বিবিধ
- ইতালির মারমোলডা পর্বতে হিমবাহ ভেঙে প্রাণ হারালেন ৪ জন পর্যটক।
- ৮৪টি জরুরি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ওষুধ দপ্তর।