কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই ২০২২

428
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • উজবেকিস্তানের কারাকল্পকস্তানে জনতা-পুলিশ সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হল। আরব সাগরের তীরে এই স্বশাসিত প্রদেশের ক্ষমতা খর্ব করতে সংবিধান সংশোধনের খসড়া পেশ করেছিলেন উজবেক রাষ্ট্রপতি শাভকত মরজিইয়োইসেভ। সংখ্যালঘু জনজাতি অধ্যুষিত কারাকল্পকস্তান তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে। সেই সিদ্ধান্ত প্রত্যাহৃত হয়েছে। এদিন জারি হল জরুরি অবস্থা।
  • আগামী ৭ জুলাই জি-২০ গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক বসতে চলেছে ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে অতিথিবক্তা হিসেবে আমন্ত্রণ জানাল ইউক্রেনের বিদেশমন্ত্রী সের্গে নভোকভকে।

 

জাতীয়
  • মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে ১৬৪-৯৯ ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁকে কেন্দ্র করে কার্যত দুভাগ হয়ে গেল শিবসেনা। দলের ৪০ জন বিধায়কই এখন বিরোধী শিবিরে। উদ্বব থ্যাকারের সঙ্গে রয়েছেন ১৫ জন বিধায়ক।
খেলা
  • এজবাস্টন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৪৫ রানে। ৩৭৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৫৯ রান করল। ভারতের ঋষভ পন্থ দুই ইনিংস মিলিয়ে করলেন ২০৩ রান (১৪৬+৫৭)যা ইংল্যান্ডে যে-কোনো সফরকারী দলের উইকেটরক্ষকদের মধ্যে সর্বোচ্চ। তিনি ভাঙলেন ১৯৫০ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ ওয়ালকটের ১৮২ (১৪+১৬৮) রানের রেকর্ড।
  • মেয়েদের একদিনের ক্রিকেটে পরপর দুই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত। এদিন কোনো উইকেট না হারিয়েই জয়ের রান তুলল ভারত যা মেয়েদের ক্রিকেটে একটি নজির।
বিবিধ
  • প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার (৯১)। এসএসকেএম হাসপাতালে তিনি চিকিতসাধীন ছিলেন ১৯৩১ সালের ২২ সেপ্টেম্বর অধুনা বাংলাদেশের বগুড়ায় তাঁর জন্ম হয়েছিল। লেখাপড়া কলকাতায় । প্রথম ছবি `চাওয়া পাওয়া’ (১৯৫৯) । তার পরে বিভিন্ন সময়ে `পলাতক’, `বালিকা বধু’, `শ্রীমান পৃত্থীরাজ’, `ফুলেশ্বরী’, `গণদেবতা’, `দাদার কীর্তি’, `ভালোবাসা ভালোবাসা’, `আলো’ প্রভৃতি জনপ্রিয় ছবির পরিচালক তিনি। ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছে তাঁর ছবি। ১৯৯০ সালে পেয়েছেন `পদ্মশ্রী সম্মান। তাঁর ইচ্ছানুসারে তাঁর মরদেহ দান করা হল। তিন বন্ধু মিলে প্রথম দিকে ছবি পরিচালনা করতেন `যাত্রিক’ নামে। এককভাবে তাঁর প্রথম ছবি `আলোর পিপাসা’। শেষ ছবি `তবু মনে রেখো’।