কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুলাই ২০২২

466
0
daily current affairs
Courtesy: Times of Sports

আন্তর্জাতিক
  • ব্রিটেনের অর্থমন্ত্রী পদ থেকে ঋষি সুনক ও স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সাজিদ জাভিদ ইস্তফা দিলেন। দুজনেই ইস্তফার কারণ হিসেবে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি মানুষের আস্থা চলে যাওয়ার কারণ উল্লেখ করেছেন।
  • ন্যাটোর সদস্যপদ পেল সুইডেন ও ফিনল্যান্ড। দুদেশের বিদেশমন্ত্রী যথাক্রমে অ্যান লিন্ডে ও পেকা হাভিস্তকোকে পাশে নিয়ে এই বার্তা দিলেন ন্যাটোর প্রধান জেম্স স্টনেনবার্গ।
  • ২০১৫ সালের ১২ মে বাংলাদেশের সিলেটে যুক্তিবাদী লেখক ও বিজ্ঞান আন্দোলনের নেতা বিজয় দাশকে (৩২) কুপিয়ে হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল আহমেদকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পলাতক এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাংলাদেশের আদালত।

 

জাতীয়
  • সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত নূপুর শর্মার আবেদনের প্রেক্ষিতে যে মন্তব্য করেছিলেন তাকে `আদালতের লক্ষ্মণরেখা লঙ্ঘন’ বলে খোলা চিঠি লিখলেন দেশের ৪ জন প্রাক্তন বিচারপতি, ২২ জন অবসরপ্রাপ্ত সেনা কর্তা ও ২২ জন অবসরপ্রাপ্ত আমলা। তাঁর মন্তব্য উদয়পুরের নারকীয় হত্যাকাণ্ডকে লঘু করে দিয়েছে বলে ওই চিঠিতে মন্তব্য করা হয়েছে।
  •  কেন্দ্রীয় সরকারের কিছু নির্দেশের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে মামলা করল টু্ইটার কর্তৃপক্ষ।
খেলা
  • এজবাস্টন টেস্টে জয়ী হল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জয়ী হল তারা। শতরান করলেন জো রুট (১৪২) জনি বেয়ার স্টো (১১৪)। ম্যান অব দ্য ম্যাচ হলেন বেয়ার স্টো। ম্যান অব দ্য সিরিজ হলেন বুমরাহ এবং রুট।
  • সিরিজ ২-২ ফলে ড্র হল।
  • মহিলাদের বিশ্বকাপ হকিতে চিন-ভারত ম্যাচ ড্র হল (১-১)।
বিবিধ
  • ২০২২ সালে অঙ্কের সর্বোচ্চ সম্মান `ফিল্ডস’ পুরস্কার পাচ্ছেন ইউক্রেনের গণিতবিদ মারিনা। তিনি সুইজারল্যান্ডের লুসানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।
  • খাদ্য সুরক্ষায় দেশের শ্রেষ্ঠ রাজ্যের স্বীকৃতি পেল ওডিশা। পশ্চিমবঙ্গ পেল চতুর্দশ স্থান।

৪ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন