কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২২

539
0
daily current affairs
Courtesy: WTA Tour

আন্তর্জাতিক
  • ইংল্যান্ডের নতুন অর্থমন্ত্রী হলেন ৫৫ বছর বয়সি নাধিম জাহাউসি। ইরাকে জন্ম হয়েছিল তাঁর। তিনি বুর্দ বংশোদ্ভূত। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর অসন্তোষ প্রকাশ করে ইস্তফা দিলেন আরও ৫ জন মন্ত্রী। প্রাক্তন ডেপুটি চিফ হুইপ ক্রিস পাঞ্চার একাধিক যৌন লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত জেনেও বরিস চুপ করে ছিলেন শুধু নয় মিথ্যা বলেছেন, এই অভিযোগেই জনপ্রিয়তা হারাচ্ছেন বরিস। রাষ্ট্রসঙ্ঘে দক্ষিণ সুদান মিশনে মহাসচিবের ফোর্স কমান্ডার হলেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রহ্মণ্যম।
  • করোনা সংক্রমণ বাড়তে থাকায় পুনরায় লকডাউনের পক্ষ নেওয়া হল চিনের একাধিক শহরে।
জাতীয়
  • ২০২১ সালের ৫ জুলাই পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল ৮৪ বছর বয়সি সমাজকর্মী স্ট্যান স্বামীর। তাঁর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পেশ করলেন মার্কিন কংগ্রেসের সদস্য ক্যালিফর্নিয়ার প্রতিনিধি তথা ডেমোক্র্যাট দলের নেতা হুয়ান ভার্গাস।
  • ১৮-৫৯ বছর বয়সি ব্যক্তিরা করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ২৬ সপ্তাহ পরই বুস্টার ডোজ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
  • ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে ৭,৪৯,৮৯৯টি আবেদন জমা পড়েছে যা সর্বকালীন রেকর্ড।
খেলা
  • কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে উঠলেন এলেনা রেবাকিনা। উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসে। ছেলেদের সিঙ্গলসে রাফায়েল নাদাল ৫ সেটের ম্যাচে পরাস্ত করলেন টেলর ফ্রিতজকে। মিক্সড ডাবলস সেমিফাইনালে হেরে গেল সানিয়া মির্জা-মাতে পাভিজ জুটি।
বিবিধ
  • আদিবাসী জনজাতি সম্প্রদায়ের ধর্ম `সারনা’-কে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। প্রসঙ্গত, সাঁওতাল সম্প্রদায় মূলত `সারি’ বা `সারনা’ সম্প্রদায়ের। উত্তরবঙ্গে সারি ও দক্ষিণবঙ্গে `সারনা’ সম্প্রদায়ের মানুষদের বাস।

৫ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন