কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মার্চ ২০২১

984
0
sports

আন্তর্জাতিক
  • আরও একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হল পাকিস্তানে  (daily current affairs)। এই নিয়ে গত এক দশকে অন্তত ৬০ জন সাংবাদিককে হত্যা করা হল সেদেশে। সিন্ধু প্রদেশের সুকুর শহরে দুস্কৃতীদের গুলি নিহত অজয় লালওয়ানি একটি উর্দু দৈনিক ও স্থানীয় টেলিভিশনে কাজ করতেন। পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব ছিলেন তিনি। পুলিশ প্রথমে ঘটনাটিকে ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা বলে ধামাচাপা দিতে চেয়েছিল।
  • উত্তর পূর্ব জাপানের কুরিহারা-মিয়াগি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.২।
  • করোনা ভাইরাসে সংক্রমিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, পাকিস্তানে এখনও পর্যন্ত ৬২৩১৩৫ জন সংক্রমিত হয়েছেন। মোট প্রাণহানি হয়েছে ১৩৭৯৯ জনের।

 

জাতীয়
  • ভারত সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেনারেল লয়েড অস্টিন। মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন সরকার দায়িত্বে আসার পর এই প্রথম কোন মার্কিন সচিব ভারত সফরে এলেন। ভারতে রাশিয়ার এস ৪০০ মিসাইল সরবরাহ নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা চাপতে পারে বলে যে কথা শোনা যাচ্ছিল সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অস্টিন।

 

বিবিধ
  • বেসরকারি অশোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন অধ্যাপক প্রতাপ ভানু মেহতা ও অরবিন্দ সুব্রহ্মণ্যম। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন।
  • ভারতে ধনকুবেরের সংখ্যা ১১৩ জন। অতি বিত্তবানের সংখ্যা ৬৮৮৪। ২০২৫ সালে এই দুই সংখ্যাই বেড়ে হবে যথাক্রমে ১৬২ এবং ১১০০০। উপদষ্টো সংস্থা নাইট ফ্রাঙ্কের এক সমীক্ষায় এই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, যাঁদের সম্পত্তি ১০০ কোটি ডলার (৭৩৭০ কোটি টাকা) তাঁদের ধনকুবের এবং সম্পত্তি ৩ কোটি ডলার (২২১ কোটি টাকা) হলে অতি বিত্তবান বলা হয়।

 

খেলা
  • আমেদাবাদে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ রানে জয়ী হল ভারত। যার ফলে সিরিজও ৩-২ ব্যবধানে জিতে নিল তারা। এই নিয়ে টানা ৮টি সিরিজে ভারত অপরাজিত থাকল। অন্যদিকে ইংল্যান্ড টানা ৮টি সিরিজ জেতার পর হার মানল। এদিন ভারতের হয়ে ওপেন করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
  • টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে জয়ী হল আফগানিস্তান। আফগান অধিনায়ক আমগর আফগান ৫১ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে জয়ী হলেন ৪১ ম্যাচে। তিনি স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির রেকর্ড।
  • ১ ঘণ্টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ডে ২০ কিলোমিটার হেঁটে বিশ্বরেকর্ড করলেন চিনের ইয়াং জিয়াইউ (২৭)।

 

১৯ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

daily current affairs