আন্তর্জাতিক
- ব্রিটিশ মন্ত্রিসভার ৫০ জন সদস্য ইস্তফা দিয়েছিলেন। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নানান বিতর্ককে সঙ্গী করে প্রায় ৪ বছর এই পদে ছিলেন তিনি। পদত্যাগের পর কনজারভেটিভ দলের নেতা বরিস প্রধানমন্ত্রীর বাসভবন, ১০ নং ডউনিং স্ট্রিটের সামনে উপস্থিত থেকে বললেন, `বিশ্বের সব থেকে ভাল চাকরি থেকে পদত্যাগ করছি।’
- জাপানের টোকিও জেলার সুগিনামি শহর থেকে ৯০০০ কিমি দূরে বেলজিয়ামে থাকেন ৪৭ বছরের মহিলা সাতোকো কিশিমোতো। সেখান থেকেই মেয়র পদে নির্বাচনে জয়ী হলেন তিনি। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থীকে ২০০ ভোটে হারিয়ে দিলেন তিনি।
জাতীয়
- বালিতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের অবসরে আলাদাভাবে আলোচনায় বসলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই। সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, সরাসরি বিমান চলাচল ও পড়ুয়াদের প্রবেশের অনুমতির দাবি জানাল ভারত।
- বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পা্ঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানু (৪৮)। পাত্রী হরপ্রীত কৌর (৩২)। মানের এটি দ্বিতীয় বিয়ে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর বিবাহের এটি দ্বিতীয় নজির। এর আগে অসমের প্রফুল্ল মহন্ত মুখ্যমন্ত্রী হয়ে বিবাহ করেছিলেন।
খেলা
- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত ৫০ রানে জয়ী হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন হার্দিক পান্ডিয়া। ৩১ বলে ৫০ রান এবং ৪ উইকেট)।
- আরব দুনিয়ার প্রথম মহিলা হিসেবে তিউনিশিয়ায় ওনস জাবের গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন। কাজাখস্তানের প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে নজির গড়লেন এলেনো রেবেকিনা। উইম্বলডন মেয়েদের সিঙ্গলস ফাইনাল খেলবেন তাঁরা। প্রতিযোগিতা থেকে চোটের কারণে সরে গেলেন রাফায়েল নাদাল।
বিবিধ
- শনিবার করে স্কুলে ব্যাগ নিয়ে যেতে হবে না। এই সিদ্ধান্ত ঘোষণা করল ছত্তিসগড় সরকার।
৬ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন