আন্তর্জাতিক
- নিহত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। পশ্চিম জাপানের নারা শহরে একটি রাজনৈতিক সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় একজন আততায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম ইয়োমাগামি তেসুয়া (৪১) । সে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের প্রাক্তন সদস্য । বাড়িতে বন্দুক নিজেই বানিয়েছিল সে । লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা শিনজো আবে ছিলেন জাপানের সব থেকে বেশি মেয়াদের প্রধানমন্ত্রী । ২০০৬-২০০৭ এবং ২০১২-২০২০ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন । শিনজো আবে ছিলেন প্রকৃতই ভারত বন্ধু । তাঁকে পদ্মশ্রী সম্মান জানানো হয়েছিল । তাঁর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত ।
জাতীয়
- মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হলেন অমরনাথ যাত্রীদের একাংশ । এদিন কাশ্মীরের বালতাল এলাকায় অমরনাথ গুহার কাছেই ওই মেঘভাঙা বৃষ্টি ও হরপা বানে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে । কাশ্মীর পুলিশ , আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্য শুরু করেছে ।
- দেশে একদিনে ১৮৮১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন । একদিনে প্রাণহানি হল ৩৫ জনের । পশ্চিমবঙ্গে একদিনে ২৯৫০ জন করোনায় সংক্রমিত হলেন ।
- সুপ্রিম কোর্ট থেকে ৫ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন সাংবাদিক মহম্মদ জুবের । চার বছর আগে করা একটি টুইটে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে গত সপ্তাহে তাঁকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ । তবে অন্য মামলায় তিনি এখনও বন্দি রয়েছেন ।
খেলা
- পঞ্চাশতম জন্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি অনেক আগেই । এখন পুরোপুরি ক্রিকেট প্রশাসনে । বি সি সি আই সভাপতি পদে রয়েছেন তিনি । পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসলেন তিনি ।
- ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোহনবাগান, মহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল ক্লাবকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল ।
বিবিধ
- এশিয়ার ৪৩.৫ % মানুষ সুষম খাদ্য পান না । নেপাল, পাকিস্তান, আফ্রিকা, বাংলাদেশ এ ওই হার যথাক্রমে ৮৪, ৮৩.৫, ৮০, ৭৩.৫ % । ভারতে তা ৭১ % অর্থাৎ ভারতে ৯৭ কোটি মানুষ সুষম খাদ্য পান না । রাষ্ট্রসঙ্ঘের ‘ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন’ এর সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে ।
- প্রয়াত হলেন হলিউডের অভিনেতা জেমস কান (৮২) । ‘দ্য গডফাদার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি বিশেষ পরিচিতি পান ।