কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুলাই ২০২২

502
0
Current Affairs 21st January
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে এখন কোথায় তা জানানো হয়নি। তাঁর সরকারি বাসভবন আপাতত পর্যটকদের ভ্রমণের কেন্দ্র হয়ে উঠেছে । কিন্তু এরই মধ্যে অজ্ঞাত স্থান থেকে একটি নির্দেশিকায় সই করেছেন গোতাবায়া  । গ্যাস সরবরাহ সংক্রান্ত এই নির্দেশিকা দেখে প্রশ্ন উঠেছে যে, তিনি আদৌ পদত্যাগ করতে চান কী না !
  • ইউক্রেনের চাসিভ ইয়ার শহরের একটি আবাসনে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া। অন্তত ২৫ জন অসামরিক ব্যক্তির মৃত্যু হল এই হামলায় । কোনও ট্রাক জাতীয় যুদ্ধযান থেকে উরাগান নামের ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিল ।
  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সোয়াতো শহরে একটি পানশালায় একদল বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল ১৫ জনের ।
জাতীয়
  • মধ্যপ্রদেশের বারওয়ানীতে সমাজকর্মী মেধা পাটেকরের বিরুদ্ধে এফ আই আর করা হল । মেধাসহ ১১ জনের বিরুদ্ধে নর্মদা নবনির্মান অভিযানে ১৩ কোটি টাকা অপব্যবহারের অভিযোগে এফ আই আর করেছেন জনৈক ব্যক্তি।
খেলা
  • সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ২৭ রানে হারিয়ে দিল ভারতকে। এদিন ভারতের সূর্য কুমার যাদব শতরান করলেন । মাত্র ৫৫ বলে ১১৭ রান করেন তিনি । তাঁর ইনি‍ংসে ছিল ১৪টি বাউন্ডারি ও  ৬ টি ওভার বাউন্ডারি । সূর্য পঞ্চম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে শতরান করলেন । তাঁর শতরান এল মাত্র ৪৮ বলে । ভারত এই সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল। ম্যান অব দ্য সিরিজ হলেন ভুবনেশ্বর কুমার ।
  • উইম্বলডন পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ । এই নিয়ে তিনি রেকর্ড ৩২ বার গ্র্যান্ডস্লাম ফাইনালে খেললেন । ৩৫ বছর বয়সী নোভাক সবমিলিয়ে ৭ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন । স্পর্শ করলেন পিট সাম্প্রসের রেকর্ড । একমাত্র রজার ফেডেরার তাঁর থেকে বেশি বার , ৮ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন । এদিন ফাইনালে ৪ সেটে নোভাক পরাস্ত করলেন ২৭ বছর বয়সী নিক কিরয়সকে । এর ফলে নোভাকের গ্র্যান্ডস্লাম সংখ্যা হল ২১ । তিনি টপকে গেলেন রজার ফেডেরারকে । রাফায়েল নাদালের গ্র্যান্ডস্লাম খেতাব তাঁর থেকে একটি বেশি । ওপেন যুগে চতুর্থ খেলোয়াড় হিসেবে তিনি পরপর ৪ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন । উইম্বলডনে এটি ৮৬ তম ম্যাচ জয় তাঁর । পেশাদার টেনিসে ১০০৬তম জয়।
বিবিধ
  • জুটমার্ক লোগো চালু করলে কেন্দ্রীয় সরকার । দেশে উৎপাদিত পাটজাত দ্রব্যের নির্ধারিত মান বজায় রাখতে এই লোগো সাহায্য করবে। কলকাতায় এর আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব উপেন্দ্র প্রতাপ সিং।
  • রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । স্বামী আত্মস্থানন্দের সঙ্গে গুজরাটি ভাষায় তিনি কথা বলতেন, সেই স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী।