কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুলাই ২০২২

454
0
daily current affairs
Courtesy: Oneindia

আন্তর্জাতিক
  • জুন মাসে কেটে সাফ করা হয়েছে ১১২০ বর্গ কিলোমিটার জমির বনাঞ্চল। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কাটা হয়েছে ৩৯৮৮ বর্গ কিলোমিটার জমির গাছ । এই কান্ড ঘটিয়েছে ব্রাজিল । ব্রাজিলের মহাকাশ গবেষণা কেন্দ্রের ( ইনপে ) এর এই তথ্য প্রকাশ্যে এসেছে । প্রসঙ্গত , ব্রাজিলের রাষ্ট্রপতি জইর বোলসোনারোর বিরুদ্ধে বারবার পরিবেশ নীতি শিথিল করার অভিযোগ উঠেছে। কিন্তু তিনি অবিচল ।
  • ইউক্রেনে হামলা আরও তীব্র করল রাশিয়া । এদিন ৩৪ বার আকাশপথে হামলা চালানো হয়েছে । ধূলিসাৎ হয়েছে দুটি আবাসন ।
জাতীয়
  • ভারতের নৌবাহিনীতে স্বাধীনতা দিবসেই যুক্ত হতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত । ২৬২ মিটার দীর্ঘ , ৬২ মিটার প্রশস্ত এই আধুনিক যুদ্ধজাহাজ ২৮ নটিক্যাল মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম । ১৭০০ জন নৌসেনা নিয়ে এটি চলতে পারে । একবার জ্বালানি ভরলে ৭৫০০ নটিক্যাল মাইল যেতে পারে আইএনএস  । ৮ বছর ধরে ২১ হাজার টন ইস্পাত ব্যবহার করে নির্মাণ করা হয়েছে আইএনএস বিক্রান্তকে । এর রানওয়ে থেকে একসঙ্গে ৩০ টি বিমান হেলিকপ্টার ওঠানামা করতে পারে । এখন ভারত হল সপ্তম দেশ যারা নিজেদের প্রযুক্তির মাধ্যমে আধুনিক রণতরী বানাতে পারে ।
  • সংসদ ভবনের ছাদে থাকবে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ । এদিন তার আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৬.৫ মিটার উঁচু প্রতীকটি গড়তে ৯৫০০ কিলোগ্রাম ব্রোঞ্জ লেগেছে । ৬৫০০ কিলোগ্রাম ওজনের ইস্পাতের কাঠামোর ওপর সেটি থাকবে ।
  • শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ।
  • এডিএমকে দল কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেল। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই ই পালানিস্বামী দল থেকে বহিষ্কার করলেন অন্যতম প্রধান নেতা পনিরসেলভমকে ।
খেলা
  • টেনিসের বিশ্বক্রম তালিকায় নেই রজার ফেডেরারের নাম। ২৫ বছরে এই ঘটনা এই প্রথম ঘটল ।  ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেডেরার গত ৫২ সপ্তাহ ধরে চোটের কারণে কোর্টের বাইরে । ১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর প্রথম ওই তালিকায় নাম ওঠে । তখন তাঁর ক্রম ছিল ৮০৩ ।  ৩১০ সপ্তাহ তিনি ছিলেন এটিপি তালিকায় শীর্ষ স্থানে ।
  • গল টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা । শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান করলেন চন্ডীমল ।
  • মেয়েদের হকি বিশ্বকাপ প্রতিযোগিতায় স্পেনের কাছে ০-১ গোলে হেরে গেল ভারত । প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারত ।
বিবিধ
  • বিশ্বের অন্যতম বয়স্ক বাঘের মৃত্যু হল জলদাপাড়ায় । দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘটির বয়স হয়েছিল ২৫ বছর ১১ মাস । ২০০৮ সালে সুন্দরবনে মাতলা নদী পার হতে গিয়ে কুমিরের কামড়ে একটা পা ক্ষতিগ্রস্ত হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারটির । চিকিৎসার পর তার ঠাঁই হয় খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ।
  • আদালত অবমাননার মামলায় বিজয় মালিয়াকে ৪ মাসের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট ।
  • বিশ্ব জনসংখ্যা দিবসে রাষ্ট্রসঙ্ঘ প্রদত্ত হিসেবে জানা গেছে যে, আগামী ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি অতিক্রম করবে । আগামী বছরের মধ্যে ভারত জনসংখ্যার দিক থেকে টপকে যাবে চিনকে ।