কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুলাই ২০২২

493
0
daily current affairs

আন্তর্জাতিক
  • কলম্বো বিমানবন্দর থেকে দুবাই পালাতে গিয়ে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে । জনতার বিক্ষোভ দেখে তাঁকে সরে যেতে হয় । এদিকে জানা গেছে গত শুক্রবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষেও বিমানে দুবাই পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন । এরপর তিনি জলপথে শ্রীলঙ্কা ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে । তিনি এখন পদত্যাগের জন্য নতুন শর্ত দিয়েছেন । পরিবারসহ দেশ ছাড়ার সুযোগ পেলে তবে তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন
  • আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে আটক করেছে ইরান । তাঁকে ইভিন কারাগারে রাখা হয়েছে । ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া দুই চলচ্চিত্র পরিচালককে দেখতে গিয়েছিলেন তিনি , তখনই তাঁকে আটক করা হয় ।
জাতীয়
  • পেশায় সাংবাদিক । ভারতে পাঁচ বার এসেছিলেন পাকিস্তানের সাংবাদিক নুসরত মির্জা । আর তখন পাক গুপ্তচর সংস্থা আই এস আই এর হয়ে কাজ করেছিলেন । ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তিনি একাধিকবার দিল্লি এবং আলিগড়ে এসেছিলেন একাধিক কর্মসূচিতে যোগ দিতে । এবিষয়ে তাঁর নিজের স্বীকারোক্তিই প্রকাশ্যে এল ।
  • মধ্যপ্রদেশের সেওপুরে চম্বল নদীতে একটি বালককে গিলে খেল এক পূর্ণবয়স্ক কুমির।
  • দেওঘরে ৬৫৭ একর জমির উপর ৪০১ কোটি টাকা ব্যয়ে তৈরি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

 

খেলা 
  •  ওভালে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয় লাভ করল ভারত । এদিন ইংল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় । একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটা তাদের ১১ তম কম রানের ইনিংস । তবে ভারতের বিপক্ষে এটাই তাদের সবথেকে কম রানের ইনিংস । জবাবে কোনও উইকেট না হারিয়েই ১৮.৪ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত । ভারতের যশপ্রীত বুমরাহ ৭.২ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিলেন । এই প্রথম ভারতের কোনও ক্রিকেটার ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচে ৬ উইকেট পেলেন । বুমরার ১৯ রানে ৬ উইকেট এক দিনের ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের তৃতীয় সেরা পারফরম্যান্স। মহম্মদ শামি ৮০ টি একদিনের ম্যাচ খেলে ১৫০ উইকেট নিলেন যা ভারতীয়দের মধ্যে দ্রুততম । এদিনের ম্যাচ শেষ হল মাত্র ৪৫ ওভারেই ।
  • সুইজারল্যান্ডের ফিশার র‍্যান্ডম দাবা প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন সূর্যশেখর গাঙ্গুলি । ভারতেরই এস পি সেতুরমন দ্বিতীয় হয়েছেন ।

 

বিবিধ 
  • নক্ষত্র পুঞ্জের নতুন একটি ছবি প্রকাশ করল নাসা । ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা প্রথম ছবি এটি। নাসার জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাকাশের ‘গ্যালাক্সি ক্লাস্টার ০৭২৩’-এর এই ছবিটি এতদিনের মধ্যে সবচেয়ে স্পষ্ট ছবি । ২৯ কোটি আলোকবর্ষ দূরের ৫টি গ্যালাক্সির এই ছবি এখন থেকে ১৩০০ কোটি বছর আগের প্রামান্য ছবি বলে জানালেন নাসার এডমিনিষ্ট্রেটর বিল নেলসন । পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে এই ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ ।
  • সুরকার মন্টি নরিম্যান (৯৪) প্রয়াত হলেন । প্রথম বন্ডের ছবি ‘ডক্টর নো’ এর থিম সঙের সুর দেন তিনি যা পরের ২৪ টি ছবিতে ব্যবহার করা হয়েছে ।