কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০২২

380
0
daily current affairs
Courtesy: Business Today

আন্তর্জাতিক  

  • শ্রীলঙ্কার বিক্ষোভকারী জনতা এবার দখল করে নিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন । সেদেশের সরকারি টিভি চ্যানেল রূপবাহিনীর দপ্তরও তাঁরা দখল করে নেন । এদিনই শ্রীলঙ্কা ছেড়ে প্রতিবেশী মলদ্বীপে আশ্রয় নিলেন  শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে । তিনি বিমানে মলদ্বীপের ভেরানা বিমানবন্দরে নেমেছেন বলে জানা গেছে । যদিও এদিন ইস্তফা দেওয়ার কথা থাকলেও তা দেননি তিনি ।  অন্যদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘ্যে এদিনই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন । তিনি এখন একইসঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি । তিনি গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছেন । শ্রীলঙ্কার স্পিকার উপা অবেবর্ধনের দাবি, ২০ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে । শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে সকল ভোটদাতা অংশগ্রহণ করেন । সেখানে এত কম সময়ে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে সম্পন্ন হবে তা স্পষ্ট করেননি তিনি ।
  • দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরীর টহল দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হল । ইউএসএস বেনফোল্ড নামেমার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ওই ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার গোত্রের রণতরী চিনা হুঁশিয়ারি অগ্রাহ্য করে দক্ষিণ চিন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের একটি দ্বীপের কাছে চলে এসেছিল বলে জানা গেছে ।

জাতীয়

  • দেশে ১৮ বছরের বেশি বয়সীদের করোনা ভাইরাসের প্রতিষেধকের বুস্টার ডোজ দেওয়া হবে । ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে এই সিদ্ধান্ত বলে জানানো হল ।
  • সংসদের অধিবেশন চলার সময় বেশ কিছু শব্দের প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করল লোকসভা সচিবালয় । প্রকাশিত ‘অসংসদীয় শব্দের’ তালিকায় রয়েছে, নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’ , ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’  ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র প্রভৃতি শব্দ।

 

খেলা

  • বিশ্বকাপ থেকে সোনা জিতলেন এক বঙ্গতনয়া । দক্ষিণ কোরিয়ার চ‍্যাংওনে শুটিং বিশ্বকাপে সোনার পদক জিতলেন মেহুলি ঘোষ । ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে তুষার মানে ও মেহুলি ঘোষ হাঙ্গেরিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ।
  • মেয়েদের বিশ্বকাপ হকিতে ভারত পেল নবম স্থান ।

বিবিধ

  • গুজরাটের তরঙ্গা হিল , অম্বাজি ও রাজস্থানের আবু রোডের মধ্যে রেললাইন তৈরির প্রকল্প মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার । ২৭৯৮ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুলাই ২০২২