কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই ২০২২

587
0
Current affairs 22nd February
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পদক্ষেপ গ্রহণ করল । প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া  রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর গোতাবায়ার দাদা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার শীর্ষ আদালত।  রাজাপক্ষে পরিবারের আর এক ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেকেও দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছোটছেলে সূলেমানকে আর্থিক তছরূপ মামলায় অপরাধী ঘোষণা করল আদালত ।
জাতীয় 
  • পশ্চিমবঙ্গের ডেউচায় মাটির মাত্র ১৬০ ফুট গভীরেই কয়লার খোঁজ পাওয়া গেছে । ডেউচা-পাঁচামি – দেওয়ানগঞ্জ -হরিনসিঙ্গা কোল ব্লকে কেন্দ্রপাহাড়ি গ্রামে সমীক্ষা শুরু করেছে ভারতীয় ভূতত্ব সর্বেক্ষণ । প্রাথমিক সমীক্ষা অনুযায়ী মহাম্মদবাজার ব্লকের ১০ টি মৌজায় মাটির নিচে সঞ্চিত কয়লার পরিমাণ অন্তত ২১০ কোটি টন ।
  • কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউশনাল রাঙ্কিং ফ্রেমওয়ার্ক ₹এনআইআরএফ)-সমীক্ষা চালিয়ে ২০২২ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রম তালিকা প্রকাশ করল । উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির  মান নির্ধারণ করতে এই সমীক্ষা চালানো হয় প্রতিবছর । এই তালিকায় দেখা যাচ্ছে, দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে মাদ্রাজ আইআইটি , দ্বিতীয় স্থানে  বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ।   চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।ষষ্ঠ স্থানে  আই আই টি খড়গপুর । অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালযের স্থান হয়েছে ১০০-এর মধ্যে ৯৮-এ।
খেলা
  • ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়া ও সেদেশের ক্লাবগুলোর ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকল । আন্তর্জাতিক ক্রীড়া আদালতও ফিফা এবং উয়েফা – এর নির্দেশিকা বহাল রাখল । ইউক্রেনের সামরিক অভিযানের শাস্তি হিসাবেই ফিফা এবং উয়েফার দেওয়া নির্বাসন বহাল রাখল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এর ফলে রাশিয়ার ক্লাবগুলি ইউরোপের ক্লাব পর্যায়ের প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে পারবে না।কুয়েত বিশ্বকাপ থেকে আগেই সুযোগ হারিয়েছে রাশিয়া ।
  • সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু ।

 

বিবিধ
  •  গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘দুনাগিরি’ কে হুগলি নদীতে ভাসালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । এটি স্টেলথ ফ্রিগ্রেট গোত্রের ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুলাই ২০২২