কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০২১

schedule
2021-07-20 | 09:11h
update
2021-07-20 | 09:13h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Business Today

আন্তর্জাতিক
  • ইরানের একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯২ জনের মৃত্যু হল। দক্ষিণ ইরাকের নাসিরিয়া শহরের আল হোসেন টিচিং হাসপাতালে এই ঘটনা ঘটল। এটি দুর্ঘটনা বলে জানানো হয়েছে। গত এপ্রিলে বাগদাদে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮২ জনের মৃত্যু হয়েছিল।
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মন্দিরে ভাঙচুর চালানো ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত  ৩০০ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল প্রাদেশিক সরকার। তাদের দাবি হিন্দুরা অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছেন।
  • পঞ্চম বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন শেখ বাহাদুর দেউবা।
Advertisement

জাতীয়
  • দেশের প্রথম যিনি করোনা সংক্রমিত হয়েছিলেন কেরলের ত্রিশূল এর এক মহিলা তিনি পুনরায় করোনা ভাইরাসে সংক্রমিত হলেন।
  • সেপ্টেম্বর মাস থেকে ভারতে করোনা টিকা স্পুটনিক উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট। তারা বছরে ৩০ কোটি টিকা তৈরি করবে বলে জানিয়েছে।
বিবিধ
  • ভারতীয় অর্থনীতির মূল্যায়ন ঋণ যোগ্যতায় ভারতের রেটিং ‘ বি বি বি-‘রাখল মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড গ্লোবাল। এই নিয়ে টানা ১৪ বছর মূল্যায়ন একই রাখল তারা।
  • ভুটানের চালু হলো ভীম-ইউ পি আই।
খেলা
  • প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা (৬৭) প্রয়াত হলেন । ১৯৮৩ বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল তাঁরই ( ৮ ম্যাচে ২৪০)। ৩৭ টেস্টে দুটি শতরান সহ  ১৬০৬ রান এবং ৪২টি একদিনের ম্যাচে ৮৮৩ রান আছে তাঁর। রঞ্জি ট্রফিতে পাঞ্জাব , হরিয়ানা ও রেলের হয়ে ১৬০ ম্যাচে একটি দ্বিশত রান ২১টি শতরান সহ  8৮৯৩৩  রান আছে তাঁর। প্রশিক্ষক, ধারাভাষ্যকার , জাতীয় নির্বাচক এবং আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যশপাল শর্মা।
  • ডাবলিনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে পরাজিত করল আয়ারল্যান্ড।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 04:37:10
Privacy-Data & cookie usage: