কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০২২

385
0
Current Affairs 2023
Courtesy: Hindustan Times

ন্তর্জাতিক
  • গ্রিসে একটি বিমান ভেঙে প্রাণ হারালেন ৮ জন । ইউক্রেনের ওই বিমানে ৮ জন কর্মী ছিলেন , তাঁরা সবাই ইউক্রেনের নাগরিক । সার্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল ইউক্রেনের পণ্যবাহী বিমান আন্তোনভ অ্যান-১২ বিমান।বিমানটিতে ঠাসা অস্ত্র ছিল (১২ টন মর্টার ও কামানের গোলা) ।  বাংলাদেশ সরকার সার্বিয়া থেকে ওই অস্ত্র কিনেছিল বলে জানা গেছে ।
  • দাবানল ছড়িয়ে পড়ল ফ্রান্স ও স্পেনের কিছু এলাকায় । ইউরোপ জুড়ে চলছে তাপপ্রবাহ ।
জাতীয়
  • দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। গোটা দেশে ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চার জন। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ । দেশে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গ থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন।
  • নতুন ট্রাফিক বিধি জারি করল পঞ্জাব পুলিশ।এই বিধিতে বারবার নিয়মভঙ্গ করলে রক্তদান, সামাজিক কাজের সংস্থান রাখা হয়েছে ।
  • উপরাষ্ট্রপতি পদে দেশের ১৭টি বিরোধী রাজনৈতিক দল তাদের প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঠিক করল । তিনি প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ।
  • দেশে ২০০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ।
খেলা
  • ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৫ উইকেটে পরাস্ত করল ইংল্যান্ডকে । বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৫ বলে ৭১ রান করলেন হার্দিক পান্ডিয়া ।  ম্যান অব দ্য সিরিজ হলেন তিনি । অপরাজিত শতরান করলেন ঋষভ পন্থ । টেস্ট ক্রিকেটে পাঁচটি শতরান করলেও এক দিনের ক্রিকেটে পন্থের এটাই প্রথম শতরান। ১১৩ বলে ১২৫ রান করলেন তিনি। ম্যান অব দ্য ম্যাচ হলেন ঋষভ পন্থ । সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল ভারত ।
  • অবসর নিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আ্যথলেটিক্স অ্যালিসন ফেলিক্স। পদকসংখ্যা এবং কৃতিত্বের বিচারে অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে সফল বলা যায় তাঁকে । এই মহিলা মার্কিন ক্রীড়াবিদ পেয়েছেন ৩০টি আন্তর্জাতিক পদক । এর মধ্যে অলিম্পিক্সে ১১টি, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯টি পদক পেয়েছেন তিনি । ২০০৪ সালের আথেন্স অলিম্পিক্সে ২০০ মিটারে রুপো ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক পদক । এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে তিনি অবসর ঘোষণা করলেন । ফেলিক্সের পরে রয়েছেন মার্লিন ওটি, তিনি জিতেছেন ২৩টি পদক।
  • সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের পি ভি সিন্ধু । চিনের ওয়াং ঝি ই – কে ফাইনালে হারিয়ে এই খেতাব জিতলেন তিনি । চলতি মরসুমে এটি তাঁর তৃতীয় আন্তর্জাতিক খেতাব ।
বিবিধ
  • ২০২২ সালের ফিল্ডস মেডেল পাচ্ছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ জুন হা।প্রতি চার বছর অন্তর এই পদক দেওয়া হয় । সম্মানের দিক থেকে ফিল্ডস মেডেলকে নোবেল পুরস্কারের সমতুল মনে করা হয় । ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথামেটিশিয়ান্স-এর সম্মেলনে ঘোষণা করা হল এই বছরের ফিল্ডস মেডেল জয়ীর নাম। প্রসঙ্গত, বয়সে চল্লিশ বছরের কম না হলে কোনও গণিতবিদ এই দুর্লভ সম্মান পান না । মূলত অ্যালজেব্রেইক জ্যামিতি নিয়ে লেখাপড়া করেছিলেন জুন। পরবর্তী কালে অ্যালজেব্রেইক জ্যামিতির যোগাযোগ স্থাপন করেন কম্বিনেটরিক্সের সঙ্গে। ফিল্ডস মেডেল পাওয়াও সেই সূত্রে ।
  • দেশের প্রাচীনতম প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি রুরকির ১৭৫তম বছরপূর্তির অনুষ্ঠান পালিত হল ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই ২০২২