কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুলাই ২০২২

345
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে নির্বাচনে কনজারভেটিভ পার্টির মধ্যে চতুর্থ দফার ভোটেও শীর্ষে থাকলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ।
  • ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে। প্রসঙ্গত ,  বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে।
  • বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল ফবোর্স । এই তালিকায় প্রথম পাঁচটি নাম হল অর্থাৎ বিশ্বের প্রথম পাঁচ ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, বার্নর্ড আরনল্ট , জেফ বেজস , গৌতম আদানি এবং বিল গেটস ।
  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রার্থীপদ প্রত্যাহার করলেন বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা । তিনি রাজাপক্ষে মন্ত্রিসভার সদস্য ছিলেন ।
জাতীয়

 

  • হরিয়ানার একজন পুলিশ অফিসারকে নৃশংসভাবে হত্যা করল খনি মাফিয়ারা । মেওয়াতের তাওয়াদুর ডিএসপি সুরেন্দ্র সিংকে পাথর ভর্তি ডাম্পারের চাকায় পিষে হত্যা করা হল । ৫৯ বছর বয়সী প্রবীণ অফিসার খনি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেখানে গিয়েছিলেন ।
  • পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন মণিপুরের রাজ্যপাল লা গনেশন ।
  • অরুণাচল প্রদেশে ভারত – চিন সীমান্তের কাছে কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ । রাজধানী ইটানগর থেকে অন্তত ৩০০ কিলোমিটার দূরে অরুণাচলের কুরুং কুমে জেলায় তাঁরা কাজ করতে গিয়েছিলেন । গত ৫ জুলাই থেকে তাঁরা নিখোঁজ বলে জানা গেছে ।
  • আর্থিক তছরুপের মামলায় মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডেকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।গত ৩০ জুন তিনি অবসর নিয়েছেন। তার দুদিন পরই তাঁকে জেরা শুরু করেছে ই ডি ।

Read More: কারেন্ট অ্যাফেয়াসর্ ১৮ জুলাই ২০২২

খেলা
  • করোনার প্রকোপে স্থগিত হয়ে গিয়েছিল এশিয়ান গেমস । শেষপর্যন্ত চিনের হ্যাংঝৌ শহরেই আগামী বছর সেপ্টেম্বর মাসে ১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়ে দিল এশিয়ার অলিম্পিক্স কাউন্সিল (ওসিএ)।
  • বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ম্যারাথনে রেকর্ড করলেন ইথিয়োপিয়ার  ২৭ বছরের দৌড়বিদ গোটিতম গেব্রেসলেসি । তিনি ১৭ বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে দিলেন । বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দু’ঘণ্টা ১৮ মিনিট ১১ সেকন্ড সময় করে তিনি সোনা জিতলেন। ভেঙে গেল ব্রিটেনের পলা র‍্যাডক্লিফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের রেকর্ড। ২০০৫ সালে পলা ২ ঘণ্টা ২০ মিনিট ৫৭ সেকেন্ডে ম্যারাথন শেষ করে সোনা জিতেছিলেন।
  • ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পদ থেকে, আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি পদ থেকে এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদস্য পদ থেকে ইস্তফা দিলেন নরিন্দর বাত্রা। । দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সি বি আই ।
বিবিধ
  • ২০২১ সালে ১,৬৩,৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০-তে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯-এ ৪৪০২৭ জন তাঁদের ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। একটি প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । ভারতীয় নাগরিকত্ব ছেড়ে যেসব দেশের নাগরিকত্ব নেওয়া হয়েছে তা হল মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ,কানাডা , ব্রিটেন, ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেন।
  • হুগলির জিরাটের একটি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নিয়ে মামলা গ্রহণের জন্য স্বতঃস্ফূর্ত নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েতের চক খয়রামারি প্রাথমিক স্কুলটি নদীর ধারেই। গঙ্গা ভাঙনে গোটা স্কুলবাড়িটিই তলিয়ে যাওয়ার পথে। ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে ওই স্কুলে। এ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যও তলব করেছেন ।