কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুলাই ২০২২

519
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইউক্রেন আক্রমণ করতে গিয়ে নিজেদের কম ক্ষতি হয়নি রাশিয়ার । মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র দাবি , এই যুদ্ধে অন্তত ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। আহতের সংখ্যাও ৪৫ হাজারের কাছাকাছি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র ডিরেক্টর উইলিয়াম বার্নস আরও জানিয়েছেন, কিয়েভের উপর মস্কোর আগ্রাসনের মুখে পড়ে ইউক্রেনও যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে।
  • ৭৫ বছর পর পৈত্রিক ভিটায় পা রাখলেন রীনা বর্মা । পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তাঁর পৈত্রিক বাড়ি । ভিসা সমস্যায় এতদিন আটকে ছিল তাঁর ভারত থেকে পাকিস্তানে যাওয়া । অবশেষে সব জট কাটিয়ে নবতিপর বৃদ্ধা পা রাখলেন সেই ভিটায় ।

 

 জাতীয়
  •  দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু । তিনি হবেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি । এদিন ভোটগণনায় দেখা যায় ৬৪ % ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে যশবন্ত সিনহা পেয়েছেন ৩৬% ভোট । বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই । রাষ্ট্রপতি হিসাবে জয়ের জন্য প্রয়োজনীয় ভোটমূল্য ছিল ৫,৪০,৯৯৬। দ্রৌপদী মুর্মু তৃতীয় রাউন্ড গণনার পরেই পেয়ে যান ৫,৭৭,৭৭৭ মূল্যের ভোট । সবমিলিয়ে দ্রৌপদী মুর্মু ৬,৭৩,৮০৩ মূল্যের ভোট ও যশবন্ত সিনহা পেয়েছেন ৩,৮০,১৭৭ মূল্যের ভোট।  ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাইরঙ্গপুরের বাসিন্দা দ্রৌপদী মুর্মু । ৬৪ বছর বয়স তাঁর ।  ঝাড়খণ্ড – এর প্রথম মহিলা রাজ্যপাল  ছিলেন  তিনি ।
  • অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে। বুধবার কর্নাটকের কারওয়ার বন্দর ছেড়ে সমুদ্রযাত্রার সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে নৌবাহিনীর তরফে জানানো হয়েছে।
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর দিল্লির দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
খেলা 
  • বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের  জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি।এই প্রতিযোগিতায় টানা দু’বার ফাইনালে ওঠার নজির গড়লেন তিনি। ভারতীয়দের মধ্যে এটা একটা নজির ।  এই মহিলা জ্যাভলিন থ্রোয়ার ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন।
  • দাবায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন আর দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে লড়বেন না । ২০১৩ সালে ২২ বছর বয়সে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন নরওয়ের এই দাবাড়ু। তারপর থেকে এই খেতাব তাঁরই দখলে রয়েছে। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে  ইয়ান নেপোমিয়াচির বিরুদ্ধে খেলতে খেলতে তিনি ক্লান্ত । তাই এবার আর নিজেকে এই প্রতিযোগিতায় খেলার জন্য উৎসাহিত করতে পারেননি তিনি ।
  • এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে । ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ বারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা আয়োজনে অসমর্থ জানানোর পর তার স্থান পরিবর্তন করা হল ।
  • মিউনিখে প্যারা শ্যুটিং বিশ্বকাপে ভারত নিজেদের সেরা ফল করল । ৬টি সোনা ,  ৩টি  রুপোসহ ১০টি পদক জিতেছে ভারত ।

 

বিবিধ 
  •  হংকং চিড়িয়াখানায় প্রয়াত হল বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জায়ান্ট পান্ডা। হংকংয়ের ওসেন পার্কে ছিল সে । তার  নাম অ্যান অ্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। অতীতে তরফে হংকং সরকারকে দুটি পান্ডা উপহার দিয়েছিল চিন। অ্যান অ্যানের সঙ্গে একটি মহিলা পান্ডাও দেওয়া হয়েছিল যার নাম জিয়া জিয়া। সে ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়। তারপর থেকে হংকংয়ের ওই পার্কে একাই ছিল পুরুষ পান্ডা অ্যান অ্যান।