আন্তর্জাতিক
- শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন দীনেশ গুনবর্ধনে।তিনি প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ । মাহিন্দা রাজাপক্ষে মন্ত্রিসভার শ্রীলঙ্কার বিদেশ এবং শিক্ষামন্ত্রী ছিলেন দীনেশ।শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় চলছে তখন , গত এপ্রিল মাসে তাঁকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছিলেন গোতাবায়া রাজাপক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে বসার কয়েক ঘন্টার মধ্যেই কড়া হাতে বিক্ষোভ নিয়ন্ত্রণের পথ নিলেন রনিল বিক্রমসিঙ্ঘে । রাজধানী কলম্বো শহরে গালে ফেস অঞ্চলে এদিন অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙে দিল সেনা। উপড়ে ফেলা হল তাঁদের তাঁবুগুলি।
- গত ১০ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ইমরান খানকে । কিন্তু সাম্প্রতিক উপনির্বাচনে ভাল ফল করল তাঁর দল । পাক পঞ্জাব প্রদেশের আইনসভার ২০টি আসনের সাম্প্রতিক উপনির্বাচনে ১৫টিতেই জয় পেল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানে পাকিস্তানের ও পাক পঞ্জাবের শাসকদল ‘পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)’ অর্থাৎ পিএমএল(এন) জিতেছে মাত্র চারটিতে!
- মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি সেতুর উপর চলন্ত ট্রেনে আগুন লেগে গেল । ম্যাসাচুসেটস বে পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে , অরেঞ্জ লাইনে ওয়েলিংটন ও অ্যাসেম্বলি স্টেশনের মধ্যে ব্রিজ পেরিয়ে যাওয়ার সময় আগুন ধরে যায় ট্রেনটিতে ।তবে কেউ হতাহত হননি ।
জাতীয়
- দেশে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখন এক লক্ষ ৪৯ হাজার ৪৮২ জন করোনা আক্রান্ত রয়েছেন দেশে। দু’টি সংখ্যাই গত পাঁচ মাসে সর্বোচ্চ। সংক্রমণের নিরিখে প্রথম পাঁচটি রাজ্য হল কেরল, পশ্চিমবঙ্গ , মহারাষ্ট্র , তামিলনাড়ু ও ওড়িশা ।
- জমি দুর্নীতির মামলা থেকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। জমি বণ্টন দুর্নীতি মামলার এফআইআর থেকে ইয়েদুরাপ্পার নাম বাদ দেওয়ার আবেদনে শুক্রবার সম্মতি দিয়েছে শীর্ষ আদালত।তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যায় নি বলে জানিয়েছে লোকায়ুক্ত ।
খেলা
- মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিয়নে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন জামাইকার শেরিকা জ্যাকসন। তিনি ২১.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন দৌড় শেষ করতে। ২০০ মিটারে তিনিই এখন বিশ্বের দ্রুততমা।
- বঙ্গভূষণ পুরস্কার পাচ্ছেন ঋদ্ধিমান সাহা । তিনি ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ন’টি এক দিনের ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১২২টি ম্যাচ খেলেছেন।
বিবিধ
- সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন ( সিবিএসই ) ২০২২ সালের দ্বাদশ ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল।দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করেছে মোট পরীক্ষার্থীদের ৯২.৭১ শতাংশ।৩৩ হাজার ৪৩২ জন ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে।দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৪.৪০ শতাংশ। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৪,৯০৮ জন। দু’লক্ষ ৩৬ হাজারেরও বেশি পড়ুয়া ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।
- ৬৮তম ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড ঘোষিত হল । শ্রেষ্ঠ ছবির পুরস্কার পাচ্ছে তামিল ছবি পট্টরু । বাংলা ছবির মধ্যে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পাচ্ছে শুভ্রজিৎ মিত্ৰ পরিচালিত অভিযাত্রিক ।