আন্তজার্তিক
- ইরানে প্রকাশ্য স্থানে জনতার সামনে ফাঁসি দেওয়া হল একজনকে । ইমান সাবজিকার নামে ওই ব্যক্তিকে এক পুলিশ অধিকারিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরানের সুপ্রিম কোর্ট। এদিন দক্ষিণ ইরানের শিরাজ শহরে সেই খুনের জায়গাতেই অস্থায়ী মঞ্চ বেঁধে মৃত্যুদণ্ড কার্যকর করা হল । এর আগে শেষবার ২০২০ সালের ১১ জুন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল ইরানে ।
- শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন বিক্ষোভকারীদের দখলে চলে গিয়েছিল । এরপর প্রায় এক হাজার শিল্প সামগ্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কলম্বো পুলিশ ।
জাতীয়
- অবসর নেওয়ার প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি শ্রদ্ধা জানালেন ভারতের গণতন্ত্রকে । এদিনই তাঁর পদে থাকার অন্তিম দিবস ছিল ।
- বিহারের সারন জেলার ছাপড়ায় একটি বাড়িতে মজুত বাজি বিস্ফোরনে ৬ জনের মৃত্যু হল । জখম হলেন ৮ জন । সেখানে বেআইনিভাবে বাজি নির্মিত হত ।
- ২৩তম কার্গিল বিজয় দিবস পালন করা হল ।
- পশ্চিমবঙ্গ সরকার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । কিন্তু তিনি তা নিতে অপারগ বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে ।
খেলা
- বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া । তিনি ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান পেলেন । ৯০.৫৪ মিটার দূরে সোনা জিতলেন গ্রানাডার আ্যন্ডারসন পিটার্স।নীরজ এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পেলেন । দ্বিতীয় ভারতীয় হিসেবে এই পদক জিতলেন তিনি । ২০০৩ সালে লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ । প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন অঞ্জু । প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতলেন নীরজ । তিনি অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন । এই ইভেন্টের ফাইনালে ভারতের রোহিত যাদব পেলেন দশম স্থান ।
- ত্রিনিদাদে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে শতরান (১১৫) করলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ।এটি এক দিনের ক্রিকেটে নিজের শততম ম্যাচ ছিল তাঁর । এটি তাঁর ত্রয়োদশ শতরান । শিখর ধাওয়ানের অধিনায়কত্বে এই ম্যাচে ২ উইকেটে জয়ী হল ভারত । পরপর ২ ম্যাচ জিতে সিরিজও জিতে নিল ভারত ।
- গল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউজ নিজের শততম টেস্ট খেলতে নেমে ৪২ রান করলেন ।
বিবিধ
- প্রকাশিত হল আইএসসি পরীক্ষার ফলাফল । গোটা দেশে দ্বাদশ শ্রেণির এই পরীক্ষায় পাশের হার ৯৯.৩৮ শতাংশ। মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। ৪০০ রর মধ্যে ৩৯৯ মার্কস পেয়ে প্রথম স্থান পেয়েছেন ১৮ জন । পশ্চিমবঙ্গের ৬ জন প্রথম হয়েছেন।