কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২২

543
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ১০৭ দিন বন্ধ থাকার পর কাজ শুরু হল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দপ্তরে । অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষিতে জনতার বিক্ষোভ শুরু হয়েছিল মার্চ মাসে । গত ৯ এপ্রিল থেকে জনতার বিক্ষোভে রাষ্ট্রপতির দপ্তরের কাজকর্ম বন্ধ হয়ে যায় ।
  • মায়ানমারে গণতন্ত্রের জন্য লড়াই করে গ্রেপ্তার হয়েছিলেন এমন ৪ জন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করল সেখানকার সামরিক সরকার । তাঁদের মধ্যে রয়েছেন গণতন্ত্রকামী আন্দোলনের নেটস থিয়ো জায়ার থায়ো এবং কো জিমি। ১৯৮৮ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হল সেখানে ।

 

জাতীয়
  •  রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু । তাঁকে শপথ বাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা । দ্রৌপদী মুর্মু তাঁর বক্তব্যের শুরুতেই বলেন ‘সব কি জোহার’ , সাঁওতালি ভাষায় যার অর্থ নমস্কার । ওড়িশার এক সংবাদপত্র কে দেওয়া সাক্ষাৎকারে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  জানিয়েছেন ,  জন্মের সময় পরিবারের পক্ষ থেকে তাঁর নাম দেওয়া হয়েছিল পুটু । পদবী ছিল টুডু । একজন শিক্ষক সেই নাম বদলে রাখেন দ্রৌপদী । বিয়ের পর তাঁর পদবী হয় মুর্মু । প্রসঙ্গত , তিনিই হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি যাঁর জন্ম স্বাধীনতা লাভের পর ।
  • উত্তরপ্রদেশে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে এক দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। বিহার থেকে দিল্লিগামী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটেছে ।
  • পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত ।
খেলা
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ইতিহাস গড়লেন নাইজিরিয়ার তোবি অ্যামুসান। একদিনে মাত্র দু’ঘণ্টার ব্যবধানে দু’বার বিশ্বরেকর্ড গড়লেন তিনি।প্রথমে সেমিফাইনালে ১২.২২ সেকেন্ড সময় করে তিনি বিশ্বরেকর্ড করেন । তখন তিনি  ভাঙেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসনের ২০১৬ সালে গড়া বিশ্বরেকর্ড। হ্যারিসনের বিশ্বরেকর্ড ছিল ১২.২০ সেকেন্ড। এরপর ফাইনালে নিজের নতুন বিশ্বরেকর্ড ভেঙে তিনি ১২.০৬ সেকেন্ড সময় করে নতুন বিশ্বরেকর্ড করলেন।
  • ছেলেদের পোলভল্টে নতুন বিশ্বরেকর্ড করলেন অর্ম্যান্ড দুপলান্টিস । বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬.২১ মিটার লাফিয়ে তিনি নিজেই নিজের বিশ্বরেকর্ড ভাংলেন ।
বিবিধ
  • বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ নিযুক্ত হচ্ছেন ইন্দরমিত গিল । কৌশিক বসুর পর ফের কোনও ভারতীয় বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ নিযুক্ত হলেন। বর্তমানে তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।
  • কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে বাংলার শিল্প -সাহিত্য- ক্রীড়া – বিজ্ঞান- চলচ্চিত্র ও সাংবাদিকতার বিশিষ্ট ব্যক্তিদের বঙ্গবিভূষণ , বঙ্গভূষণ ও মহানায়ক সম্মানে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।