কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুলাই ২০২২

455
0
daily current affairs

আন্তর্জাতিক
  • সামনের দুবছর পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের কাজে থাকবে রাশিয়া । ২০২৪ সালের পর তারা আর এই কাজে থাকবে না বলে জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থার প্রধান ইউরি বোরিসভ ।
  • মাঙ্কি পক্স নিয়ে গোটা বিশ্বে যখন আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে তখনই আশার কথা শোনা গেল । বায়োটেকনোলজি সংস্থার বাভারিয়ান নর্ডিকের তৈরি ইমভেনেক্স নামের মাঙ্কিপক্সের টিকাকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপিয়ান কমিশন।

 

জাতীয়
  • জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক অবদুল্লার বিরুদ্ধে চার্জ শিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ‘জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থা’ (জেকেসিএ)এর ৪৪ কোটি টাকা বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ২০১৮ সালে  তাঁর বিরুদ্ধে মামলা করেছিল ইডি ।
  • এলাহাবাদ হাইকোর্টে খারিজ হয়ে গেল লখিমপুর খেরিতে কৃষক হত্যায় অভিযুক্ত আশিস মিশ্রের জামিনের আবেদন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র ।
  • গুজরাটে বিষমদ পান করে প্রাণ হারালেন ৩৩ জন । অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪৫ জন । প্রসঙ্গত , গুজরাটে মদ নিষিদ্ধ ।
খেলা 
  • স্কটল্যান্ড  ক্রিকেট বোর্ডের সব সদস্যই বর্ণ বিদ্বেষী । এমন অন্তত ৪৪৮টি প্রমান পাওয়া গেছে যেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যায় । একটি তদন্ত কমিটি এই মর্মে রিপোর্ট পেশ করল স্কটল্যান্ড সরকারের কাছে । এদিকে এই রিপোর্ট পেশের পর স্কটল্যান্ড  ক্রিকেট বোর্ডের সব সদস্যই পদত্যাগ করেছেন ।
  • ফ্রান্সের এক ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে কম বয়সে শতরান করার রেকর্ড গড়লেন । ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাকঁ ১৮ বছর ২৮০ দিন বয়সে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন । তাঁর বয়স ১৮ বছর ২৪০ দিন । ৬১ বলে ১০৯ রান করলেন তিনি । ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে এই রেকর্ড করেন তিনি ।
  • আসন্ন কমনওয়েলথ গেমস থেকে চোটের কারণে ছিটকে গেলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ।
বিবিধ 
  • দেশে ফাইভ জি স্পেকট্রাম নিলাম শুরু হল । বছর আটেক আগে ভারতে শুরু হয়েছিল ফোর জি যুগ । ফোর জি স্পেকট্রামই কার্যত বিপ্লব এনেছিল মোবাইল ব্যবহারে । তাই ফাইভ জি  নিয়ে মানুষের প্রত্যাশাও তুঙ্গে । নিলামের প্রথম দিনেই চারটি সংস্থা ১.৪৫ লক্ষ কোটি টাকার দর দিয়েছে ।
  • হলিউডের বর্ষীয়ান অভিনেতা ডেভিড ওয়ার্নার (৮০) প্রয়াত হলেন । ‘ট্রন’ , ‘টাইটানিক’, ‘ডক্টর হু’, ‘দি ওমেন’ প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেছেন । নিয়মিত অভিনয় করতেন মঞ্চে ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২২