ফের চিনা নাগরিকরা আক্রান্ত হলেন পাকিস্তানে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি বাসে এদিন বিস্ফোরণ ঘটে। অন্তত ৪০জন চিনা ইঞ্জিনিয়ার ও কর্মী ছিলেন বাসটিতে। ৯ জন চিনা নাগরিকসহ ১২ জনের মৃত্যু হল এই হামলায়।। পাকিস্তান প্রদেশের একটি প্রকল্পে কাজের জন্য বহু চিনা নাগরিক বাস করেন সেখানে। পাক তালিবান গোষ্ঠী বারবার হামলা চালিয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তান অবশ্য এই দিনের বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দাবি করেছে। তবে চিনের দাবি, এটি পরিকল্পিত হামলা।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি জেকব জুমার কারাদণ্ডের নির্দেশ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ল। এই বিষয়ে একের পর এক হিংসাত্মক ঘটনায় অন্তত ৭২ জনের প্রাণহানি হয়েছে। বিভিন্ন স্থানে অবাধে চলছে লুটপাট। প্রসঙ্গত ২০০৯-২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন জুমা। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা চলছে। কিন্তু তিনি তার একটি শুনানিতেও অংশ না নেওয়ায় তাকে ১৫ মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
জাতীয়
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করলেন চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে। কাজিকিস্তান এ কো-অপারেশন অর্গানাইজেশনের আফগানিস্তান বিষয়ক সম্মেলনের অবসরে এই বৈঠক হয়। বৈঠকে প্যাঙ্গন লেক থেকে চিনা সেনাদের সরানোর দাবি করা হয়েছে।
মহারাষ্ট্র সরকারের আইন অনুযায়ী ২০০১ সালের ১ সেপ্টেম্বরের পর কোনো দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হলে তারা কেউ নির্বাচনে লড়তে পারবেন না। সেই আইনে সলাপুর এর অনিতা রামদাস নগরের কাউন্সিলর পদ খারিজের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট।
বিবিধ
গত জুন মাসে পাইকারি মূল্য বৃদ্ধির হার ছিল ১২.০৭ শতাংশ। পরপর দুমাস তা থাকলো ১২ শতাংশের ওপরে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মাদকপাচার বিরোধী সংস্থার উপপ্রধান পদে নিযুক্ত হলেন দুজন ভারতীয় বংশোদ্ভূত যথাক্রমে অতুল গাওয়ান্ডে এবং রাহুল গুপ্ত।
খেলা
প্রয়াত ফুটবলার শিবাজি বন্দ্যোপাধ্যায়কে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান জানানোর সিদ্ধান্ত জানাল ক্লাব কর্তৃপক্ষ। ২০২০-২১ মরশুমের শ্রেষ্ঠ ফুটবলারের পুরস্কার পাবেন রয় কৃষ্ণ। শ্রেষ্ঠ ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ।
পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট বণ্টনের কথা জানাল আইসিসি। আগস্টে ভারত -ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে তা শুরু হবে।
ইংল্যান্ডের কাছে ১-২ ফলে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল ভারতের মহিলা ক্রিকেট দল।