কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০২২

721
0
29th July Current Affairs

আন্তর্জাতিক
  • টুইটার থেকে সাংবাদিক ও সংবাদমাধ্যমের তথ্য প্রত্যাহারের বা সংবাদ বিষয়ে নিষেধাজ্ঞার যে দাবি জানানো হয় তাতে এবছর এখনও পর্যন্ত প্রথম চারটি দেশ হল যথাক্রমে ভারত , তুরস্ক , রাশিয়া ও পাকিস্তান ।
  • ইতিহাস তৈরি করলেন মনীষা রূপেতা । পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা হিসেবে তিনি বসতে চলেছেন পুলিশের ডেপুটি সুপার পদে । সিন্ধু পাবলিক সর্ভিস কমিশনের পরীক্ষায় তিনি ১৬তম স্থান পেয়েছিলেন । তাঁর তিন বোন পেশায় চিকিৎসক ।

 

জাতীয়
  • বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কূটনীতিক প্রণয় বর্মা । তিনি ১৯৯৪ ব্যাচের আইএফএস অফিসার ।
  • অবশেষে বাতিল করা হচ্ছে মিগ ২১ যুদ্ধবিমান । রাশিয়ার থেকে কেনা এই বিমান গুলির বয়স কমবেশি ৪৪ বছর । গত তিরিশ বছরে দুশোবারের বেশি দুর্ঘটনায় পড়েছে মিগ । গত ছয় মাসের মধ্যে ঘটেছে ৬ টি দুর্ঘটনা । অনেকে একে বলেন উড়ন্ত কফিন । এখন ভারতীয় বায়ু সেনায় মিগ-২১  যুদ্ধবিমানের চারটি স্কোয়াড্রন রয়েছে । প্রতিটি স্কোয়াড্রনে মোটামুটি ১৬টি করে যুদ্ধবিমান থাকে।
খেলা 
  • ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত জয় পেল ৬৮ রানে । ম্যান অব দ্য ম্যাচ হলেন দীনেশ কার্তিক ।
  • বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটে প্রথম ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া । মেয়েদের হকিতে ভারত ৫-০ গোলে হারাল ঘানাকে। ব্যাডমিন্টনে ভারত ৫-০ ব্যবধানে পরাস্ত করল পাকিস্তানকে।
  • মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন সম্মান পেলেন শ্যাম থাপা । ১৯১১ সালের ২৯ জুলাই ইস্ট ইয়র্কসায়ারকে হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জেতার ঐতিহাসিক ঘটনাকে মনে রেখে প্রতি বছর এই দিনে মোহনবাগান দিবস পালন করা হয় ।
 
বিবিধ 
  • পালিত হল ব্যাঘ্র দিবস ।
  • কোনও শিশুর বাবার মৃত্যু হলে শিশুটির অভিভাবক হন তার মা । তখন ওই শিশুর পদবী কি হবে তা নির্ধারণ করার পূর্ণ অধিকার থাকে তার মায়ের । একটি মামলার সূত্রে এই রায় দিল সুপ্রিম কোর্ট ।
  • অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস রককে চড় মারার ঘটনায় ক্ষমা প্রার্থনা করলেন অভিনেতা উইল স্মিথ ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুলাই ২০২২