কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০২২

487
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ থেকে সংগ্রহ করা বিপুল অর্থ পুলিশের কাছে জমা দিয়েছেন বিক্ষোভকারীরা ।   শ্রীলঙ্কান রুপিতে তার অঙ্ক ১ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার । কলম্বো আদালতে এই তথ্য জানালো কলম্বো পুলিশ ।
  • ইরানে একদিনে তিনটি আলাদা জায়গায় তিন জন মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হল । এই তিনজনই তাঁদের স্বামীকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন । মানবাধিকার সংগঠনগুলোর দাবি , গত দেড় বছরে ইরানে ৩০৬ জন মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে । প্রসঙ্গত , ইরানে কেবল পুরুষরাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন । নির্যাতিত হলেও মহিলাদের বিবাহ বিচ্ছেদ চাওয়ার অনুমতি নেই সেখানে । ইরান সরকারের এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করলে গ্রেপ্তার করা হয় । ‘দেয়ার ইজ নো এভিল’ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ রসুলকেও একই কারণে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে । এবিষয়ে নির্মিত তাঁর চলচ্চিত্র ২০২০ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার জিতেছিল ।
  • ইউক্রেনের ডোনেসক অঞ্চলের ওলেনিভকা কারাগারে রকেট হামলায় নিহত হয়েছেন ৫০ জনেরও বেশি কারাবন্দি । রাশিয়া ই ইউক্রেন একে অপরের দিকে ঘটনার দায় ঠেলছে ।

 

জাতীয়
  •  গীতাঞ্জলি শ্রী -কে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান বাতিল হয়ে গেল আগ্রায় ।  শ্রীর উপন্যাসে হিন্দু দেবদেবীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । এই বিতর্কের জেরে বাতিল করা হল ওই অনুষ্ঠান । প্রসঙ্গত , প্রথম ভারতীয় হিসেবে কোনও ভারতীয় ভাষায় লিখে বুকার পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি শ্রী ।
খেলা
  • বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন সংকেত সরগর । গেমসের দ্বিতীয় দিনে ২২ বছরের সরগর রুপোর পদক জিতলেন ভারোত্তোলন বিভাগে । মহারাষ্ট্রের সাংলি জেলার ছেলে সংকেত ৫৫ কেজি বিভাগে নেমেছিলেন । তিনি তিন বারের জাতীয় চ্যাম্পিয়ন । মোট ২৪৮ কেজি ওজন তুলেছেন তিনি। মাত্র ১ কেজির জন্য সোনা পেলেন না । চোট না পেলে সোনার পদক বাঁধা ছিল তাঁর । এদিন ভারোত্তোলনেই ভারত জিতল দ্বিতীয় পদক জিতল । ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জের পদক জিতলেন গুরুরাজা পুজারি। মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি।  ( স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি )।  গত বার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতেছিলেন পুজারি। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতলেন মীরাবাই চানু । স্ন্যাচিং-এ ৮৮ কেজি ভার তুলে চানু গেমস রেকর্ডও করলেন । এটি তাঁর দ্বিতীয় কমনওয়েলথ গেমস পদক । ২৮ বছর বয়সী চানুর জন্ম মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে ।
বিবিধ
  • ১.৪৫ কোটি ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল পপ তারকা শাকিরার বিরুদ্ধে । স্পেন সরকার এই অভিযোগ করেছে । আদতে কলম্বিয়ার নাগরিক হলেও ২০১১ সাল থেকে স্পেনে বসবাস করছেন তিনি । নিয়েছেন স্পেনের নাগরিকত্বও ।
  • প্রয়াত হলেন সংগীত শিল্পী নির্মলা মিশ্র (৮১) । বহু জনপ্রিয় গানের শিল্পী তিনি ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০২২